সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিএনপির শ্যামনগর উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি ও রোববার (১৯ জানুয়ারি) ঘোষিত শ্যামনগর উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় ওই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।
এর আগে গত রোববার রাতে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব মো. আব্দুল আলিম স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা বিএনপি ও শ্যামনগর পৌর বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি অনুমোদনের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা নবগঠিত কমিটির বিলুপ্ত দাবি করেন।
উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে শ্যামনগর উপজেলা বিএনপির কোনো কাউন্সিল হয়নি। বিগত সময়ে স্থানীয় নেতাদের সমঝোতার মাধ্যমে বিএনপির কমিটি গঠন করা হতো। স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও তেমন দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।
মন্তব্য করুন