লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো একজন পরিচ্ছন্ন নির্ভেজাল ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিকেএসপির অন্যতম উদ্যোক্তা ছিলেন। এ দেশে আধুনিক ক্রিকেটসহ খেলাধুলার প্রসারে তিনি ব্যাপক অবদান রেখেছেন। তিনি কখনোই রাজনীতির সঙ্গে জড়াননি। অথচ বিগত সরকার তাকে সম্মান তো দেয়ইনি বরং রাজনৈতিক বিদ্বেষী হয়ে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নানাভাবে নির্যাতন করে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

পরে ট্রফি উন্মোচন, বেলুন ও পায়রা উড়িয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এমএ হাসেম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।

কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। টুর্নামেন্টে জেলার মোট ৩০টি দল অংশগ্রহণ করছে বলে জানায় আয়োজক কমিটি। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতা করছেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা তানিম এনাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও গ্রামীণ ব্যাংকে আগুন

দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হবে : মীর স্নিগ্ধ 

সালিশে যাওয়ার পথে বিএনপি নেতা নিহত

শেখ হাসিনার মামলার রায় নিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

অফিসিয়াল বিবৃতি দিলেন মেহজাবীন চৌধুরী

ফিটনেসকে যেভাবে হালকা করলেন শার্লিন

‘মামলা তুলে নিবি, না হলে ফসলের মতো যাবে তোদের জীবন’

অসময়ে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সাইফুলের বাজিমাত

নাশকতার চেষ্টা, ৫ ককটেলসহ পেট্রোল বোমা উদ্ধার 

১০

রাজসাক্ষী মামুনের ভাগ্যে কী আছে আজ?

১১

টানা তৃতীয় বিশ্বকাপে দুঃস্বপ্নময় প্লে-অফের মুখোমুখি ইতালি

১২

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

১৩

ভারতে হেনস্তার শিকার মার্কিন গায়ক একন

১৪

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

লাল কেল্লা বিস্ফোরণ ছিল আত্মঘাতী হামলা, মূলহোতা গ্রেপ্তার

১৬

দুর্বৃত্তের দেওয়া বিষে শেষ কৃষকের স্বপ্ন

১৭

আসছে ব্ল্যাক প্যান্থার ৩

১৮

শেখ হাসিনার বিরুদ্ধে যে ৫ অভিযোগ

১৯

ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

২০
X