চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতের সাবেক নেতা মোহাম্মদ জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ১৩ মামলার আসামি।
বুধবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ জসিম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবির এবং সীতাকুণ্ড থানা জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, ‘গ্রেপ্তার জসিম ১৩ মামলার আসামি। ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাসের ইন্ধনদাতা এবং যুদ্ধাপরাধের অপরাধে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সারা দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে এতে জসিমের সংযোগ রয়েছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। তার নামে ১৩টি মামলার মধ্যে ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
মন্তব্য করুন