জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও সভার আয়োজন করায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আ.লীগ এ কারণ দর্শানোর নোটিশ জারি করে। বুধবার (১৭ আগস্ট) উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত পত্রে এই নোটিশ দেওয়া হয়।
যাদের শোকজ করা হয়েছে তারা হলেন পৌর আ.লীগের জালাল উদ্দিন জালাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুজ্জামান।
জানা যায়, শোক দিবস উপলক্ষে গত ১৬ আগস্ট শোক র্যালি ও আলোচনাসভার আয়োজন করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
গতকাল বিকেলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম সওদাগর ও সাবেক শ্রমবিষয়ক সম্পাদক আবদুল খালেক।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আ.লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শোকজের চিঠি অফিস পিয়নের মাধ্যমে সকাল ১০টায় তাদের কাছে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি শাহীনা বেগম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও উপজেলার বর্ধিত সভায় উপস্থিত না থাকা এবং দলীয় শৃঙ্খলা না মেনে সভার আয়োজন করায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বলেন, উপজেলা আওয়ামী লীগকে অবগত না করেই সভার আয়োজন করায় তাদের কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে পৌর আ.লীগের আহ্বায়ক জালাল উদ্দীন বলেন, শোক দিবসের অনুষ্ঠান করায় শোকজ করা হয়েছে বিষয়টি শুনে হতভাগ হয়েছি। শোকজের কোনো চিঠি পাইনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও বকশীগঞ্জ উপজেলা আয়োজিত বর্ধিত সভায় আমাকে অবগত করা হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা জেলা আ.লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ বলেন, শোক দিবস উপলক্ষে বুধবার র্যালি ও আলোচনাসভার আয়োজন করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ। বিষয়টি নিয়ে তিনজনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। তবে কী কারণে শোকজ করা হয়েছে, তা জানা নেই।
মন্তব্য করুন