বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাবির হলে লুকিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলে লুকিয়ে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেপ্তার ওই নেতার নাম নুরুজ্জামানকে (৪৫)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি শাজাহানপুর থানায় হামলা, হত্যা, জমি দখলসহ ১৩ মামলার আসামি।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, আশুলিয়া থানা পুলিশ নুরুজ্জামানকে (৪৫) শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে নিয়ে পুলিশের একটি দল বগুড়ার পথে রওনা হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

আশুলিয়া থানা পুলিশের সূত্র উল্লেখ করে ওসি আবদুল ওয়াদুদ আরও জানান, শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে জাঙ্গাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে অবস্থান করছিলেন। তার অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর সন্দেহের মধ্যে পড়ে। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুরে নুরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

নুরুজ্জামান নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জমি দখল, হত্যা সহিংসতাসহ ১৩টি মামলা চলমান রয়েছে। এসব মামলার কারণে তিনি আত্মগোপনে ছিলেন এবং পরিচয় গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছিলেন।

এর আগে গত বছরের ৬ এপ্রিল শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ও তার বাহিনীর সদস্যরা থানায় ঢুকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার মাদক মামলা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই তিনি গ্রেপ্তার হন। পরে ৫ আগস্টের পর জামিন পেয়ে আত্মগোপনে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ভোটের পরেও যে কারণে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরও ব্যবস্থা : ইসি মাছউদ

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন আরেক নেতা

ধর্মের অপব্যবহার করে নির্বাচনে প্রভাবচেষ্টা আইনত অপরাধ : মাহদী আমিন

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে নারীর জঘন্য কাণ্ড

জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

১১

বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে না পাকিস্তান!

১২

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৩

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

১৪

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

১৫

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল

১৬

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

১৭

আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি

১৮

আমি প্রেম করছি: বাঁধন

১৯

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

২০
X