ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

নিহত যুবদল নেতা মিরান খাঁ। পুরোনো ছবি
নিহত যুবদল নেতা মিরান খাঁ। পুরোনো ছবি

ফরিদপুরের আলিয়াবাদে মো. মিরান খাঁ (৩৪) নামে এক যুবদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ডাবলুর বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, বালু ব্যবসাকে কেন্দ্র করেই চেয়ারম্যানের লোকজন তাকে হত্যা করে গণপিটুনির নাটক সাজিয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গদাধর ডাঙ্গী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরান খাঁ উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে। তিনি আলিয়বাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরান খাঁ গুচ্ছগ্রামে বসবাস করতেন। গুচ্ছগ্রামটিতে মিরান খাঁকে রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার বেশ আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই ইরান খাঁ অভিযোগ করেন, মিরানের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাব্লুর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে গদাডাঙ্গী এলাকায় মিরান মাছ শিকার করতে যান। এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যানের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে গুচ্ছ গ্রামেরই আরেকটি ঘরে তাকে নিয়ে যায়। সে ঘরের মধ্যে কিছু মালপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায়।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু কালবেলাকে জানান, সে থাকে গুচ্ছ গ্রামে, তার সঙ্গে আমার কোনো ব্যবসা নেই, দ্বন্দ্বও নেই। আপনারা এলাকায় আসেন, শোনেন ও তদন্ত করে খোঁজ নেন। স্থানীয় পর্যায়ে আমার প্রতিপক্ষের প্ররোচনায় একটি পক্ষ আমাকে ফাঁসানোর জন্য তার পরিবার দিয়ে এসব বলাচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, আমরা শুনেছি গতকাল রাতে গুচ্ছগ্রাম এলাকার লোকজন মিরান নামে এক যুবককে চোর-ডাকাত সন্দেহে প্রচণ্ড মারধর করে। পরে হাসপাতালে তার মরদেহ আনা হয়। সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করি। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাস্থল থেকে একটা দা এবং ইয়ারগান উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক

ব্রাজিলের ম্যাচের পর দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল

অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে ওইপির যাত্রা শুরু

মুশফিককে নিয়ে বিসিবির আয়োজন দেখে বিভ্রান্তিতে মুমিনুল

এবার ১৪ নেতার বিষয়ে সিদ্ধান্ত দিল বিএনপি

নিরাপত্তার অভাববোধ অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিবন্ধক : দেবপ্রিয় ভট্টাচার্য

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১০

১৪ বছর পর অ্যাশেজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের

১১

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

১২

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

১৩

ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

১৪

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৫

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

১৭

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

১৮

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

১৯

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

২০
X