ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

নিহত যুবদল নেতা মিরান খাঁ। পুরোনো ছবি
নিহত যুবদল নেতা মিরান খাঁ। পুরোনো ছবি

ফরিদপুরের আলিয়াবাদে মো. মিরান খাঁ (৩৪) নামে এক যুবদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ডাবলুর বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, বালু ব্যবসাকে কেন্দ্র করেই চেয়ারম্যানের লোকজন তাকে হত্যা করে গণপিটুনির নাটক সাজিয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গদাধর ডাঙ্গী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরান খাঁ উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে। তিনি আলিয়বাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরান খাঁ গুচ্ছগ্রামে বসবাস করতেন। গুচ্ছগ্রামটিতে মিরান খাঁকে রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার বেশ আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই ইরান খাঁ অভিযোগ করেন, মিরানের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাব্লুর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে গদাডাঙ্গী এলাকায় মিরান মাছ শিকার করতে যান। এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যানের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে গুচ্ছ গ্রামেরই আরেকটি ঘরে তাকে নিয়ে যায়। সে ঘরের মধ্যে কিছু মালপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায়।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু কালবেলাকে জানান, সে থাকে গুচ্ছ গ্রামে, তার সঙ্গে আমার কোনো ব্যবসা নেই, দ্বন্দ্বও নেই। আপনারা এলাকায় আসেন, শোনেন ও তদন্ত করে খোঁজ নেন। স্থানীয় পর্যায়ে আমার প্রতিপক্ষের প্ররোচনায় একটি পক্ষ আমাকে ফাঁসানোর জন্য তার পরিবার দিয়ে এসব বলাচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, আমরা শুনেছি গতকাল রাতে গুচ্ছগ্রাম এলাকার লোকজন মিরান নামে এক যুবককে চোর-ডাকাত সন্দেহে প্রচণ্ড মারধর করে। পরে হাসপাতালে তার মরদেহ আনা হয়। সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করি। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাস্থল থেকে একটা দা এবং ইয়ারগান উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেমসের সঙ্গে এক মঞ্চে পাকিস্তানের আলী আজমত

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আটক ৭

দুপুরের পর ঢাকায় তীব্র বজ্রবৃষ্টির শঙ্কা

জুবিনকে বিষ খাইয়ে মারা হয়েছে, দাবি সহশিল্পীর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

৩৫ ছক্কা, ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রান করা কে এই ব্যাটার

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা

২ জন মিলে জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন? সঠিক নিয়ম জেনে নিন

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১০

যে কারণে সঞ্জয়ের সঙ্গে প্রেম বিচ্ছেদ হয় মাধুরীর

১১

নাক মাটিতে না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে কি নামাজ হবে?

১২

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

১৩

হঠাৎ মুখোমুখি রণবীর-দীপিকা

১৪

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ / ব্রাজিলের ছিটকে যাওয়ার দিনে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা

১৫

রাগ করে বাসা থেকে বের হওয়া তরুণের মরদেহ মিলল ধানমন্ডি লেকে

১৬

মানব পাচারকারীদের ঘাঁটিতে বিজিবির হানা

১৭

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৮

চা বাগান শ্রমিক সর্দার হত্যা, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

১৯

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

২০
X