নোয়াখালীর কবিরহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে আবদুল কাইয়ুম রিয়াজ (২৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবদুল কাইযুম রিয়াজ কবিরহাট উপজেলার লামছি গ্রামের মফজলের ছেলে। বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পরীক্ষা চলাকালে গাঁজা সেবন করে ওই যুবক কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরে তাকে আটক করলে কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেন। দণ্ডপ্রাপ্ত যুবককে বিকেলে কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন