ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিএনপির আলটিমেটাম

জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার দোসরদের গ্রেপ্তার-বিচার দাবিতে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার দোসরদের গ্রেপ্তার-বিচার দাবিতে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা দক্ষিণ বিএনপি। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগের নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে যোগ দেন জেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে ময়মনসিংহের শিক্ষার্থী সাগর হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে জনপ্রশাসন ও রেঞ্জ ডিআইজির মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণার দাবি জানান নেতারা।

বক্তারা বলেন, গত ১৫ বছর বাংলাদেশ রক্তের স্রোতের ওপর পরিচালিত হয়েছিল। একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা ও গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছিল। নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে দেশের শত শত নিরীহ ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টাকায় কেনা বুলেট আমাদের সন্তানদের বুকে চালানো হয়েছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই।

বক্তারা আরও বলেন, ময়মনসিংহ জেলার ভিতরে যত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর আছে, আগামী পনেরো দিনের মধ্যে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। অতীতের কথা মনে রাখতে হবে, আমাদের না পেয়ে অন্যায় অত্যাচার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের গ্রেপ্তার না করে বাসা-বাড়ি থেকে মালামাল ক্রোক করে নিয়ে গেছে। আমাদের পরিবারের ওপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে; কিন্তু আজকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারা আত্মগোপনে রয়েছে। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে।

শত শত শিক্ষার্থী-জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি; কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এত প্রাণ ঝরে গেল সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। তাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল, জয়নাল আবদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

ভারতে আজহারির নামে ‘মাহফিলের’ প্রচারণা, যা জানা গেল

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অতিরিক্ত খাওয়া থামানোর সহজ ১০ উপায়

ভারত বাদ, বাংলাদেশ-চীনকে নিয়ে জোটের প্রস্তাব পাকিস্তানের

ফুটবল বিশ্বকাপে ফিফার নিরপেক্ষতা নিয়ে গুরুতর বিতর্ক

১০

পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৪

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

১২

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

১৩

ফিফার শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

১৪

বারবার ফোন আনলকে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি, জানুন কীভাবে

১৫

৩৫০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা

১৬

সিরিয়াকে সুখবর দিল কানাডা

১৭

সীমান্তে এবারও হলো না দুই বাংলার মিলনমেলা

১৮

গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, ড্র করেও ‘জয়ের স্বাদ’ উইন্ডিজের

১৯

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

২০
X