শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসকের আশ্বাসে আদালত প্রাঙ্গণ ছাড়ল আন্দোলনকারীরা 

আদালত চত্বরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কথা বলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। ছবি : কালবেলা
আদালত চত্বরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কথা বলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। ছবি : কালবেলা

পঞ্চগড়ে জেলা প্রশাসকের আশ্বাসে আদালত প্রাঙ্গণ ছেড়েছেন আন্দোলনকারীরা। এর আগে আদালতের ফটকে তালা ঝুলিয়ে আদালত চত্বরের বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। সে সময় মহাসড়কও অবরোধ করেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

নিয়োগবাণিজ্য, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হুমকির অভিযোগে গত বুধবার দুপুরের পর জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ করে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে দাবি করা হয়- পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী এখনো আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন। ওই দিন বিক্ষোভে এই চার বিচারককে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় আজ দুপুর ২টায় আবার আন্দোলন কর্মসূচি পালন করেন।

বিক্ষোভের শুরুতে আন্দোলনকারীরা আদালতের ভেতরে থাকা সাধারণ মানুষকে বের হয়ে যেতে মাইকে ঘোষণা দেন। এরপর দুপুর ২টা ২০ মিনিটে আন্দোলনকারীরা আদালতের মূল ফটকসহ সীমানা প্রাচীরের সব ফটকে শিকল পেঁচিয়ে তালা দেন। এতে আদালতের ভেতরে থাকা বিচারপ্রার্থীসহ অন্য লোকজন আদালত চত্বরে আটকা পড়েন। এমনকি কাজ থাকা সত্ত্বেও অনেকে বাইরে থেকে আদালতের ভেতর ঢুকতে পারেননি। এরপর বিক্ষোভকারীরা মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে থাকেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমানসহ অন্যরা অংশ নেন।

বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত আদালত চত্বরের ভেতরে বিচারপ্রার্থী, আইনজীবীসহ আদালতসংশ্লিষ্ট লোকজন আটকা পড়েছিলেন। পাশাপাশি সড়ক অবরোধও চলছিল।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আদম সুফি আন্দোলনকারীদের ডেকে সমাধানের চেষ্টা করছিলেন। এরপর পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুনশি ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী রাত ৮টার দিকে আদালত চত্বরে গিয়ে আন্দোলনকারীদের বলেন, যে কোনো সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে একটু সময় লাগে। তবে প্রসেস শুরু হয়ে গেছে। সিদ্ধান্তটা আইন মন্ত্রণালয়ে সামারি হয়ে চিফ জাস্টিস মহোদয়ের কাছে যাবে, এরপর সেখান থেকে এটি অনুমোদন হয়ে আসে। একটু সময় লাগছে। কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। সিদ্ধান্ত হলো- এই চার বিচারক আগামীকাল থেকে বিচারকাজে সম্পৃক্তত হবেন না। উনাদের এখান থেকে চলে যাওয়ার ব্যাপারে প্রত্যাহারে কাজ শুরু হয়ে গেছে। এখন তোমরা বাড়ি চলে যাও। এই চার বিচারকের প্রত্যাহারের প্রেসেস (পদ্ধতি) শুরু হয়ে গেছে। এ সময় জেলা প্রশাসক আন্দোলনকারীদের উদ্দেশ করে বলেন, এই চার বিচারকের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তোমরা লিখিত আকারে আমার কাছে জমা দাও, আমি প্রধান বিচারপতির কাছে পাঠাব।

জেলা প্রশাসকের ঘোষণার পর আন্দোলনকারীরা আনন্দ মিছিল করতে করতে আদালত চত্বর ত্যাগ করেন। তবে ভাঙচুরসহ অন্যান্য ঘটনায় তাদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা নেওয়া না হয়, সে দাবিও জানান তারা। এ সময় জেলা প্রশাসক তার ওপর আস্থা রাখতে বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান বলেন, গত দুই মাস ধরে প্রশাসন আমাদের কোনো কথা শোনেনি। নিয়োগ নিয়ে জেলা জজ আদালতের অনিয়ম অনেক দিন ধরে চলছে। আমরা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করায় আমাদের দেখে নেওয়ার হুমকি দেন বিচারকরা। আজকে (রোববার) আমাদের আন্দোলন চলমান ছিল। জেলা প্রশাসক চার বিচারককে অপসারণের বিষয়ে আশ্বাস দিয়েছেন। পরে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, আমরা দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের জন্য আন্দোলন করেছি। আজকে আইন উপদেষ্টা বলেছেন, বিচারকদের আর কোথাও বিচারকাজে বসানো হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানার পর আমরা জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X