সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় শোক দিবস 

সাঈদীকে নিয়ে দোয়া করা সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত 

সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ ও তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ। ছবি : সংগৃহীত
সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ ও তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষে ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে দোয়া করায় সহকারী মৌলভী শিক্ষক আব্দুল আজিজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক। একইসঙ্গে এ ঘটনায় পাঁচ সদস‌্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে জানা যায়, চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হঠাৎ মোনাজাতের শেষ প্রান্তে বিদ্যালয়ের ধর্মবিষয়ক সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ আমৃত্যু কারদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে দোয়া করেন। পরে দোয়া শেষে এ বিষয়টি নিয়ে মৌলভী শিক্ষককে প্রশ্ন করলে তিনি ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়টি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু বিষয়টি পরে স্থানীয় লোকজন জেনে যায়। পর দিন সকালে বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে এই নিয়ে বিদ্যালয়ে দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রাখেন স্থানীয়রা। পরে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন।

কিন্তু স্থানীয় নেতারা প্রধান শিক্ষকসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে চাপ সৃষ্টি করে তার বহিষ্কার ও শাস্তির দাবিতে। যার প্রেক্ষিতে আজ ১৭ আগস্ট অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন এবং সাঈদীকে নিয়ে কেন দোয়া করা হলো জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ‌্যে সভাপতি বরাবর লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালের ১২ আগস্ট সহকারী মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন আ. আজিজ। এরপর ২০০৪ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর হাত থেকে একটি পুরস্কার গ্রহণ করেন তিনি।

প্রধান শিক্ষকের আস্কারা পেয়েই জাতীয় শোক দিবসের দোয়া মাহফিলে তিনি সাঈদীর নামে দোয়া করেছেন বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় তিনি এলাকা ছেড়ে রংপুরে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক বলেন, বিষয়টি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ‌্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ সদস‌্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়ার জন‌্য নির্দেশনা দিয়েছি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে না পাকিস্তান!

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি

আমি প্রেম করছি: বাঁধন

১০

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

১১

ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর ওপর হামলা, এনসিপির নিন্দা

১২

নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত : মির্জা ফখরুল

১৩

যুক্তরাষ্ট্রে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত

১৪

ভারী খাবারের পর মিষ্টি নাকি টক দই ভালো

১৫

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ-মাধবন

১৬

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : তুলি

১৭

৪ পুলিশ সদস্যের সাজায় অসন্তুষ্ট প্রসিকিউশন, আপিলের সিদ্ধান্ত

১৮

মোংলায় ৩ শতাধিক হিন্দু-খ্রিস্টানের বিএনপিতে যোগদান

১৯

সাত বছরের সাবিহা বাঁচতে চায়

২০
X