সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় শোক দিবস 

সাঈদীকে নিয়ে দোয়া করা সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত 

সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ ও তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ। ছবি : সংগৃহীত
সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ ও তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষে ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে দোয়া করায় সহকারী মৌলভী শিক্ষক আব্দুল আজিজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক। একইসঙ্গে এ ঘটনায় পাঁচ সদস‌্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে জানা যায়, চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হঠাৎ মোনাজাতের শেষ প্রান্তে বিদ্যালয়ের ধর্মবিষয়ক সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ আমৃত্যু কারদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে দোয়া করেন। পরে দোয়া শেষে এ বিষয়টি নিয়ে মৌলভী শিক্ষককে প্রশ্ন করলে তিনি ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়টি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু বিষয়টি পরে স্থানীয় লোকজন জেনে যায়। পর দিন সকালে বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে এই নিয়ে বিদ্যালয়ে দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রাখেন স্থানীয়রা। পরে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন।

কিন্তু স্থানীয় নেতারা প্রধান শিক্ষকসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে চাপ সৃষ্টি করে তার বহিষ্কার ও শাস্তির দাবিতে। যার প্রেক্ষিতে আজ ১৭ আগস্ট অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন এবং সাঈদীকে নিয়ে কেন দোয়া করা হলো জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ‌্যে সভাপতি বরাবর লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালের ১২ আগস্ট সহকারী মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন আ. আজিজ। এরপর ২০০৪ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর হাত থেকে একটি পুরস্কার গ্রহণ করেন তিনি।

প্রধান শিক্ষকের আস্কারা পেয়েই জাতীয় শোক দিবসের দোয়া মাহফিলে তিনি সাঈদীর নামে দোয়া করেছেন বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় তিনি এলাকা ছেড়ে রংপুরে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক বলেন, বিষয়টি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ‌্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ সদস‌্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়ার জন‌্য নির্দেশনা দিয়েছি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X