সদ্যপ্রয়াত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিনজন, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের ছয়জন, আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের পাঁচজনসহ মোট ১৪ নেতা কে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের ৯ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে আট টার দিকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, পুটিবিলা ইউনিয়ন ছাত্র লীগের সহ-সভাপতি একেএম জাহিদ আজিম, আরিফুর রহমান জিসান, মেহেদী হাসান আকিব, মোহাম্মদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনূর রশিদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক আসিফ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমামকে ছাত্র লীগের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
একই দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামিদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতিবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ছয় নেতা হলেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো: ইরফান, সাংগঠনিক সম্পাদক মো. বাইজিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমন চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক শাহরিয়া আলম, উপক্রীড়া সম্পাদক মো. কায়েস ও উপদপ্তর সম্পাদক মো. ইরফান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, আজ আধুনগরে ১ জন, বড়হাতিয়ায় ৬ জনকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে পুটিবিলা থেকে ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা নীতি আদর্শ ভুলে পথভ্রষ্ট হয়েছে।
জানা গেছে, জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে সমবেদনা, ওয়াজের প্রশংসা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে অব্যাহতি প্রাপ্ত নেতারা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে অনেকে তা মুছে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লোহাগাড়ায় ১৫ জন ছাত্রলীগ নেতা অব্যাহতি, ৯ ছাত্রলীগ নেতা বহিষ্কার হলো।
প্রসঙ্গত, গেল ১৬ আগস্ট বুধবার বিকেলে দিকে, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওই তিন নেতা সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত আছেন এমন অভিযোগে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়।
অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ হোসেন, মো. তাউসিফ ও উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম।
এছাড়া উপজেলা ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত সহ সভাপতি মোহাম্মদ তাউছিফ বলেন, আমি ফেইসবুক পোস্টে শোক প্রকাশ করেছি কারণ উনি ইসলামের দাওয়াত দিতেন এবং উনার কিছু বক্তব্য আমার ভালো লাগত তাই আমি এই পোস্ট করেছি। বিষয়টি রাজনৈতিক ভাবে না নেওয়ার জন্য, এই পোস্টে আমি আরো লিখেছি রাজনীতির বাইরেও সবার একটি ব্যক্তিগত মতামত এবং সবার পছন্দ অপছন্দ রয়েছে। আমার উনার কিছু ওয়াজ আমার ভালো লাগত।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট মঙ্গলবার রাতে আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাইমুন ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া চার নেতা হলেন আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো: জিসান, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হোসেন এবং উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হেফাজ উদ্দিন।
বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন ও আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইমুন ইসলাম বলেন, অব্যাহতির পর থেকে তাঁদের কোনো কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ বলেন, সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে ইউনিয়ন ছাত্রলীগের ওইসব নেতাকে স্থায়ী বহিষ্কারের জন্য লিখিত সুপারিশ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেবে উপজেলা ছাত্রলীগ।
মন্তব্য করুন