তিন বছরের সাজা থেকে বাঁচতে ১৫ বছর ধরে পালিয়েও শেষ রক্ষা হলো না। শেষে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো আসামিকে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানায়।
গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে ঢাকার টিকাটুলি এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা পুলিশ।
জানা যায়, তিন বছরের সাজা থেকে বাঁচতে দীর্ঘ পনেরো বছর যাবত পলাতক ছিল জসিম উদ্দিন। তার বাড়ি গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের কান্দি গ্রামে। তার বাবার নাম আজিম উদ্দিন। পুলিশ জানায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ সালে ময়মনসিংহ জেলার দায়রা জজ আদালতে একটি চুরি মামলায় তিন বছরের সাজা হয়। সাজার পর থেকে সে পলাতক ছিল।
পাগলা থানার ওসি মো. রাজু আহাম্মেদ জানান, আজ শুক্রবার আদালতের মাধ্যমে জসিম উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন