বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৫০ টাকায় টি-শার্ট কিনতে গিয়ে হট্টগোল, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

অফারে টি-শার্ট বিক্রির ঘোষণায় ক্রেতাদের উপচেপড়া ভিড় নিয়ন্ত্রণে সেনাবাহিনী। ছবি : কালবেলা
অফারে টি-শার্ট বিক্রির ঘোষণায় ক্রেতাদের উপচেপড়া ভিড় নিয়ন্ত্রণে সেনাবাহিনী। ছবি : কালবেলা

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষে লাঠিচার্জের শিকার হয়েছেন ক্রেতারা। ৫০ টাকা অফারে টি-শার্ট বিক্রির ঘোষণায় জনসমাগমের বিপুল উপস্থিতিতে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের জলেশ্বরীতলায় শো-রুমটির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় মাত্র ৫০ টাকায় টি-শার্ট, ১০০-১৫০ টাকায় শার্ট এবং ২৫০ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এদিকে, কর্তৃপক্ষের ঘোষণার পর বুধবার সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগমের বিপুল উপস্থিতিতে পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। লোকজনের চাপে আশপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠিচার্জ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন।

লাইফ ওকে শো-রুমের সিইও মামুদুন নবী শুভ দুঃখ প্রকাশ করে তার ফেসবুক পেজে লেখেন, ‘এটা কী ঠিক করলেন আপনারা? আমি কাজ করি সাধারণ মানুষের জন্য আর বগুড়াবাসী আমার শো-রুম লুট করলেন? কী ক্ষতি করেছিলাম আমি। আমাকে এভাবে তাড়িয়ে দিলেন? কী পাইলেন লুট করে? আমাকে বললে ফ্রিতে দিতাম। আল্লাহকে বিচার দিলাম। এই কাজ যারা করেছে তাদের বলতে চাই উপরে একজন আছে, মনে রাখবেন।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর জানান, আগে থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। পরে সংবাদ পেয়ে সেনা সদস্যদের সহযোগিতায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিরাপত্তার কারণে শো-রুমটি ৭ দিন বন্ধ রাখার জন্য বলা হয়েছে। শো-রুম কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বন্ধুকে অপহরণ, মুক্তির শর্তে স্ত্রীকে কুপ্রস্তাব

‘প্রভাব খাটিয়ে’ হাটের ইজারা পেলেন বিএনপি নেতারা

ফুলে সাজানো রিকশায় প্রধান শিক্ষকের বিদায়

মুক্তি পেয়েই জেলগেটের সামনে ফের আ.লীগ নেতা গ্রেপ্তার

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান

পাকিস্তানে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশঙ্কা

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ১ হাজার বিমান হামলা

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১০

বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

১১

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১২

স্বামীকে বিদায় দেওয়া হলো না সানজিদার

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

০১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

টিভিতে আজকের খেলা

১৬

আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

১৭

০১ মে : আজকের নামাজের সময়সূচি

১৮

‘চাকরি খেয়ে ফেলব’, কারারক্ষীকে আ.লীগ নেতার হুমকি

১৯

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

২০
X