যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠায় আবার লড়াই করতে হবে’

যশোরে কৃষক সমাবেশে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা
যশোরে কৃষক সমাবেশে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় নতুন করে লড়াই করতে হবে। ঠিক যেভাবে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী আন্দোলনের সবাই রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করেছিলাম। কারণ আজকে দেশে যে সমস্যা তার একমাত্র সমাধান গণতান্ত্রিক সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কাশিমপুর উত্তরপাড়ায় ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরে আসুক। তাই আমরা যারা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি তাদের দেশের ভবিষ্যতের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এক এবং একতাবদ্ধ থাকি তাহলে আমি বিশ্বাস করি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে। তাদের পছন্দের ব্যক্তি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে।

সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। অর্থনীতির চাকা সচল রাখা সেই কৃষক আজও শোষিত, বঞ্চিত। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যা মূল্য পায় না। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা কৃষকের ভাগ্যোন্নয়নে কিছু করেনি।

তিনি আরও বলেন, দেশের কৃষকের উন্নয়নে একমাত্র বিএনপি কাজ করছে। ইউরিয়া সারে যে ভর্তুকি প্রদান করা হয় এর শুরুটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে সেটিকে আরও প্রসারিত করেছিলেন। স্বৈরাচার এরশাদকে হটিয়ে জনগণের ভোটে বেগম খালেদা জিয়া ’৯১ সালে দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে প্রথমে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে ২৫ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছিলেন।

তিনি বলেন, দেশের সমস্যা সমাধানে তারেক রহমান পরিকল্পনা নিয়েছেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যামূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। কৃষকের উৎপাদিত সব পণ্য কৃষি বিমা আওতায় আনা হবে। ন্যায্যামূল্যে সারসহ সব কৃষি উপকরণ সরবরাহ করা হবে। কৃষকের সন্তানের চাকরির জন্য বিএনপি করাও লাগবে না, কোনো ঘুষও দিতে হবে না। যোগ্যতা অনুযায়ী তাদের সন্তানদের চাকরি নিশ্চিত করা হবে।

অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান প্রমুখ।

কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতার সঙ্গে জড়িয়ে গেছেন স্ত্রী, নিরুপায় স্বামীর হাহাকার

দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

দিল্লিতে সভা / ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি মানতে হবে’

পাখি আর মানুষের এক অসম প্রেমের গল্প

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য বন্ধের আহ্বান ইউরোপিয়ান কমিশনের 

মেঘনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

মোদি-পুতিন ঘনিষ্ঠতা সত্ত্বেও ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক চাচ্ছে ইইউ

বিতর্কিত শিল্পপতি রিপন মুন্সি অবশেষে কারাগারে

জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই : তারেক রহমান

ধর্ষণের অভিযোগের বিষয়ে মুখ খুললেন সেই অভিনেতা

১০

জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার

১১

ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক

১২

নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা

১৩

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরিতে কত?

১৪

পাচারের সময় ৭২ বস্তা সরকারি চালসহ মাঝি আটক

১৫

চোখ দেখেই বোঝা যাবে শরীরে কী রোগ হয়েছে

১৬

কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ১৯ জনের মৃত্যু, বাঁচার উপায় কী

১৭

গাজায় চালু থাকা কয়েকটি হাসপাতালের কাছে হামলা, নিহত ১৯

১৮

আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান

১৯

‘টুপি পরার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো’

২০
X