ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে আজব এক সেতু!

মানিকগঞ্জে সড়কের মাঝে দাঁড়িয়ে আছে ৫৫ লাখ টাকার আজব সেতু। ছবি : কালবেলা
মানিকগঞ্জে সড়কের মাঝে দাঁড়িয়ে আছে ৫৫ লাখ টাকার আজব সেতু। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ঘিওরে প্রায় এক যুগ ধরে সড়কের মাঝখানে দাঁড়ানো এক সেতু। সেতুটির পাশ দিয়ে চলাচলকারী যেকোনো ব্যক্তির চোখ আটকে যেতে পারে এই স্থাপনা দেখে। কারণ সেতুটিতে ওঠার মতো দুই পাশে কোনো ব্যবস্থা নেই। ফলে মাঝ রাস্তায় তৈরি এ সেতু কোনো কাজেও আসছে না স্থানীয়দের।

ঢাকা-মানিকগঞ্জ-ঘিওর সড়কের ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে ৪০ ফুট উচ্চতার এ সেতুটি। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে সেতুটি; যা কোনো কাজেই আসেনি ওই পথে চলাচলরত গাড়ির চালক, যাত্রী ও স্থানীয়দের।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা স্থাপনাটির কারণে একপাশ থেকে অন্যপাশের যানবাহন দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আজব স্থাপনাটি এখন পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন চালকদের গলার কাঁটা হয়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতুটি তৈরি করে সরকারের অর্থের অপচয় করা হয়েছে। জনগণের করের টাকার এমন অপচয় মেনে নেওয়া যায় না।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঘিওর থেকে পুরান ধলেশ্বরী নদীর ওপর তৈরি করা বেইলি সেতুর অ্যাপ্রোচ সড়কটি সোজা করতেই সেখানে একটি নতুন সড়ক ও আন্ডারপাস নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। প্রকল্প অনুযায়ী আন্ডারপাস তৈরির কাজ শুরু হলেও জমি অধিগ্রহণের জটিলতায় সড়কটি করা সম্ভব হয়নি। এ কারণে পরবর্তীতে প্রকল্পটি স্থগিত হয় এবং অকেজো অবস্থায় পড়ে থাকে ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আন্ডারপাসটি।

ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, এই সেতুটির কারণে একপাশ থেকে অন্যপাশের যানবাহন দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থাপনাটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন,সেতুটি প্রায় ১২ বছর আগে নির্মাণ করা হয়েছে। সেই সময়ে প্রকল্প অনুযায়ী আন্ডারপাস তৈরি হলেও জমি অধিগ্রহণের জটিলতায় সড়কটি করা সম্ভব হয়নি। জনগণের চলাচলের সুবিধার্থে খুব দ্রুতই আন্ডারপাসটি পরিত্যক্ত ঘোষণা করতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।

মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো. গাইস-উল-হাসান মারুফ জানান, সরকার যেকোনো প্রকল্প জনগণের কল্যাণের জন্যেই হাতে নেয়। কিন্তু অনেক সময় নানা কারণে এর সুফল পাওয়া যায় না। এমনি এই প্রকল্পটি বাঁকা সড়ক সোজা করার জন্য হাতে নেওয়া হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। যেহেতু পাশের বেইলি সেতুটি পরিত্যক্ত হয়েছে সে জন্য আন্ডারপাসটিও পরিত্যক্ত ঘোষণা করে অপসারণের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১১

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১২

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৩

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৪

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৫

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৬

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৭

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৮

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৯

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

২০
X