শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাইক নিয়ে স্কুলে ঢুকতে না দেওয়ায় শিক্ষার্থীর তুলকালাম কাণ্ড

অভিযুক্ত আজিম আকন্দ। ছবি : কালবেলা
অভিযুক্ত আজিম আকন্দ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলের অ্যাসেম্বলি চলাকালে মোটরসাইকেল নিয়ে ঢুকতে না দেওয়ায় ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে আজিম আকন্দ (১৪) নামে এক কিশোর। আহত শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্র শুভকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আজিম আকন্দকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ তাকে আটক করে নিয়ে গেলেও রাতে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। আজিম আকন্দ সিরাজগঞ্জ বিএল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার সমেশপুর গ্রামের সোনাউল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিমের বোন সুমাইয়া রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। রোববার সকালে মোটরসাইকেলে করে বোনকে নিয়ে স্কুলে যায় আজিম। এ সময় স্কুলে অ্যাসেম্বলি চলছিল। প্রধান শিক্ষকের নির্দেশে অ্যাসেম্বলি চলাকালে প্রধান ফটকে মোটরসাইকেল নিয়ে ঢুকতে বাধা দেন দারোয়ান আব্দুল আওয়াল। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে স্কুল থেকে চলে যায় আজিম। পরে বাড়ি থেকে ফিরে গিয়ে আবারও স্কুলে ঢুকে দারোয়ানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। এতে কয়েকজন ছাত্র প্রতিবাদ করলে আজিম ধারালো ছুরি দিয়ে ৫ শিক্ষার্থীকে আঘাত করে। পরে স্থানীয়রা আজিমকে আটক ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে শুভর অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিম আকন্দকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলেও রাতে ছেড়ে দেওয়া হয় তাকে।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের দারোয়ান আব্দুল আউয়াল জানান, বয়সে ছোট হলেও আজিমের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে এ ঘটনা ঘটেছে।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন জানান, স্কুল কর্তৃপক্ষের নির্দেশেই দারোয়ান মোটরসাইকেল নিয়ে আজিমকে স্কুলে প্রবেশ করতে দেয়নি। স্কুলে ঢুকতে না পারায় সে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ওই ঘটনায় নবম শ্রেণির ছাত্র আজিমকে থানায় নেওয়া হলেও শিশু-কিশোর হওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

ঢাকা কলেজে উত্তেজনা

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

বিএনপির নির্বাচনী পথসভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

১০

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

১১

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

১২

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

১৪

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

১৫

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

১৬

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

১৭

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

১৮

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

১৯

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

২০
X