কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে ব্লেড দিয়ে কেটে হত্যা করলেন স্বামী

কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে সাথি খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার হয়। তার স্বামী ওই গ্রামের ইটভাটা শ্রমিক মো. সিমান্ত (৩০)। একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে সাথি।

স্বজনদের অভিযোগ, প্রায় আট বছর আগে করাতকান্দির মতিয়ার শেখের ছেলে সিমান্তর সঙ্গে সাথির পারিবারিকভাবে বিয়ে হয়। নাহিদ (৬) ও আফসানা (৪ মাস) নামের দুই সন্তান রয়েছে এই দম্পতির। প্রায় এক বছর আগে সিমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত এই দম্পতির মধ্যে। সমস্যা সমাধানে পারিবারিকভাবে একাধিকবার শালিসি বৈঠক হলেও এর সমাধান হয়নি। দিন সাতেক আগে সিমান্তকে ৯০ হাজার টাকা দিয়ে সেই সম্পর্ক ছিন্ন করতে অনুরোধ করেন শ্বশুর মনছুর। এরপরও গত রোববার প্রেমিকার সঙ্গে ঘোরাফেরা করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে সিমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। ঘটনা চাপা দিতে সাথির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পরে পালিয়ে যান। এ ঘটনায় পলাতক আছেন সিমান্তসহ তার পরিবারের সদস্যরা।

সোমবার বেলা ১১টায় কুমারখালী থানা চত্বরে ভ্যানে রাখা সাথির প্যাকেট করা মরদেহ ঘিরে আহাজারি করতে দেখা যায় স্বজনদের।

সাথির বড় ভাই সবুজ বলেন, ‘আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। থানায় মামলা করব।’

সরেজমিনে দেখা গেছে, সিমান্তের বাড়িতে স্বজন ও উৎসুক জনতার ভিড়। ঘরের দরজায় তালা ঝুলছে। এ সময় সিমান্তর চাচি ডলি খাতুন বলেন, ‘খালাতো বোনের সঙ্গে প্রেম নিয়ে ঝামেলা চলছিল। তবে সাথি কীভাবে মারা গেছে জানি না। ঘটনার পর সিমান্ত মা-বাবাসহ পালিয়ে গেছে।’

নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট 

শেখ হাসিনা প্রতারণা করেছেন, দুর্নীতিবাজ কর্মচারীদের পুরস্কৃত করেছেন : বিচারক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘সিন্ডিকেট’, বদলির খেলা চলছে নীরবে

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২৮ ডিসেম্বর

শীতের সন্ধ্যায় লক্ষ্মীপুরের অলিগলিতে পিঠা বিক্রির ধুম

বিপিএলে দল পেয়েই বড় চমক দেখাল নোয়াখালী

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্লট দুর্নীতি / সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড

দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

নগদে ফিরে এলে বা নতুন অ্যাকাউন্ট খুললেই ক্যাশব্যাকসহ সারপ্রাইজ গিফট

১০

শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে : বিচারক

১১

র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার, ৯ পরিবারকে তলব

১২

সৎছেলে নাগাকে নিয়ে যা বললেন অমলা

১৩

দুই দিনে শেষ অ্যাশেজ: পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

১৪

যে ৬ সহজ কৌশল রক্ত পরীক্ষায় সুচের ভয় কমাতে সাহায্য করবে

১৫

ইমরান খানের মৃত্যুর গুজব, যা জানাল কারা কর্তৃপক্ষ

১৬

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

১৭

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড   

১৮

প্লট দুর্নীতির মামলায় গণপূর্তের সাইফুলকে খালাস

১৯

মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী, বেড়েছে ডেঙ্গু রোগী

২০
X