কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে ব্লেড দিয়ে কেটে হত্যা করলেন স্বামী

কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে সাথি খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার হয়। তার স্বামী ওই গ্রামের ইটভাটা শ্রমিক মো. সিমান্ত (৩০)। একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে সাথি।

স্বজনদের অভিযোগ, প্রায় আট বছর আগে করাতকান্দির মতিয়ার শেখের ছেলে সিমান্তর সঙ্গে সাথির পারিবারিকভাবে বিয়ে হয়। নাহিদ (৬) ও আফসানা (৪ মাস) নামের দুই সন্তান রয়েছে এই দম্পতির। প্রায় এক বছর আগে সিমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত এই দম্পতির মধ্যে। সমস্যা সমাধানে পারিবারিকভাবে একাধিকবার শালিসি বৈঠক হলেও এর সমাধান হয়নি। দিন সাতেক আগে সিমান্তকে ৯০ হাজার টাকা দিয়ে সেই সম্পর্ক ছিন্ন করতে অনুরোধ করেন শ্বশুর মনছুর। এরপরও গত রোববার প্রেমিকার সঙ্গে ঘোরাফেরা করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে সিমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। ঘটনা চাপা দিতে সাথির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পরে পালিয়ে যান। এ ঘটনায় পলাতক আছেন সিমান্তসহ তার পরিবারের সদস্যরা।

সোমবার বেলা ১১টায় কুমারখালী থানা চত্বরে ভ্যানে রাখা সাথির প্যাকেট করা মরদেহ ঘিরে আহাজারি করতে দেখা যায় স্বজনদের।

সাথির বড় ভাই সবুজ বলেন, ‘আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। থানায় মামলা করব।’

সরেজমিনে দেখা গেছে, সিমান্তের বাড়িতে স্বজন ও উৎসুক জনতার ভিড়। ঘরের দরজায় তালা ঝুলছে। এ সময় সিমান্তর চাচি ডলি খাতুন বলেন, ‘খালাতো বোনের সঙ্গে প্রেম নিয়ে ঝামেলা চলছিল। তবে সাথি কীভাবে মারা গেছে জানি না। ঘটনার পর সিমান্ত মা-বাবাসহ পালিয়ে গেছে।’

নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ক্যাটরিনাকে ভুলতে পারছেন না অক্ষয়?

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

পরিচয় মিলেছে নিহত ৫ জনের

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের পর্ষদ বিলুপ্ত

অস্ত্র উদ্ধারে ৫ লাখ, গুলি জমা দিলে ৫০০ টাকা পুরস্কার ঘোষণা

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের

আ.লীগের কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা 

কাঠগড়ায় বসার টুল চেয়েও পেলেন না নাসার নজরুল, চেহারায় হতাশা 

দাসদের খাবার থেকে রাজকীয় রান্নায়, কতটা উপকারী এই ছোট্ট সাদা কোয়া?

১০

সমালোচনার পর যে বার্তা দিলেন সর্ব মিত্র চাকমা

১১

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি

১২

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

১৩

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়ত পরিষদের

১৪

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

১৫

যে আসনে লড়বেন জোনায়েদ সাকি

১৬

শিক্ষার্থীদের বৃত্তির টাকা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৭

কবে অবসর নেবেন, প্রশ্নের উত্তরে যা জানালেন রোনালদো

১৮

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

১৯

চ্যাটজিপিটির ব্রাউজার অ্যাটলাস কি পারছে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে

২০
X