লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ এএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদযাত্রা 

লালমনিরহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক পদযাত্রা করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ছবি : কালবেলা
লালমনিরহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক পদযাত্রা করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ছবি : কালবেলা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন ওই পদযাত্রার আয়োজন করে।

জেলা শহরের রেলওয়ে স্টেশন রোড থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে তারা পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করে‍।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ওই পদযাত্রা শুরু হয়। শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিস্তা নদী খনন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক বলেন, ঐতিহ্যবাহী তিস্তা নদী ঘিরে এ অঞ্চলের মানুষের একসময় ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, মুখে ছিল ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাত। তিস্তা নদী ছিল তাদের মায়ের মতো। সেই তিস্তা এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা নদী এখন ধু-ধু বালুচর। এর প্রধান কারণ, পার্শ্ববর্তী দেশ শুষ্ক মৌসুমে তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখে, আর বর্ষা মৌসুমে বিনা কারণে পানি ছেড়ে দেয়। এর ফলে বন্যার কবলে পড়ে লাখ লাখ পরিবারের বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়, হাজার হাজার মানুষ ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি-ঘর ছাড়া হচ্ছে।

তিনি আরও বলেন, তিস্তার সুসম পানি বণ্টন ও মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু বিগত সরকার তিস্তাপাড়ের মানুষের সঙ্গে শুধু প্রতারণা করেছে।

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক দুলু বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে নদীর দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে দুই দিন (১৭ ও ১৮ ফেব্রুয়ারি) দুই রাত লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছি। এ আন্দোলনে নিজ নিজ উদ্যোগে যুক্ত থাকবেন তিস্তা তীরবর্তী ৫ জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা পাড়ের মানুষ। ১৩০ কিলোমিটার নদীর তীরবর্তী ১১টি পয়েন্টে লাগাতার এই কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয় দেওয়া ভুয়া ব্যারিস্টার গ্রেপ্তার

গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আসামির হুমকি / ‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরায়েলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

১০

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

১১

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

১২

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

১৩

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

১৪

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১৫

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

১৬

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১৭

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১৮

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১৯

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

২০
X