ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৩ সালের এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ১০০ জন শিক্ষার্থী এবং ৪২ জন শিক্ষককে এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা চেম্বার্স ভবনে এ উপলক্ষে অনুষ্ঠান হয়।
এতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি রাওনাক সামিয়া সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর এনআরবি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান সুমন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে অতিথিরা সম্মননা স্মারক তুলে দেন।
মন্তব্য করুন