হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৮ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় সদর থানার ওসি অজয় চন্দ্র দেব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জানান, পুলিশের রাবার বুলেটে তাদের ১০০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ চলছে।
সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা অতর্কিত আক্রমণ করে। নিজেদের রক্ষা করতে যাওয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে সাংবাদিকদের জানান, পুলিশ দায়িত্ব পালনের সময় শায়েস্তানগরে হঠাৎ করে পুলিশের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ পুলিশের কয়েকজন আহত হয়েছে। পুলিশ আত্মরক্ষার জন্য রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন