কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ডেভিল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ব্যবস্থা নেই প্রশাসনের’

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জে ডেভিলরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে গণঅভ্যুত্থান-২৪ এর শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ডেভিলদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দেশকে ডেভিলমুক্ত করতে হলে সচিবালয় ও গণমাধ্যমগুলোতে থাকা ডেভিলদের চিহ্নিত করতে হবে। এই ডেভিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এদের চিহ্নিত করে শিকার করা জরুরি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগের আমলের চাঁদাবাজি, দখলদারি কমে নাই, কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে, সিস্টেম আগেরটাই রয়েছে। এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। ছাত্র-জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি, তারা দেশকে আমূল সংস্কার করার জন্য জীবন দিয়েছে। অনেকেই নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন, সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। মনে রাখতে হবে সংস্কার ব্যতীত নির্বাচন টেকসই হবে না। সংস্কার না করে নির্বাচন দিলে সেটা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। তাই আগে সংস্কার তারপর নির্বাচন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গতকাল জাতিসংঘের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিল সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত সেই বিষয়টি উল্লেখ রয়েছে। র‍্যাব এবং টেলিফোনে আড়িপাতা সংস্থা বিলুপ্তের কথা বলা হয়েছে। এই জুলাই আন্দোলনে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যাকে জাতিসংঘ মানবতাবিরোধী হিসেবে উল্লেখ করেছে এবং দায়ীদের বিচারের সুপারিশ করেছে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে কোনো সুপারিশ নাই। তাই আমার কাছে জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। আমরা দেখেছি গতকাল প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন কিন্তু আয়না ঘরের যেসব ছবি সামনে আসছে, তাতে আয়নাঘরের সঠিক চিত্র উঠে আসে নাই, বাস্তবে এই আয়নাঘর আরও ভয়াবহ।

এসময় আবু হানিফ আরও বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের সংস্কৃতি চর্চার দিকেও মনোযোগ দিতে হবে। একটা দেশকে সামনে এগিয়ে নিতে সুস্থ সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ দেশের সুস্থ সংস্কৃতি চর্চার পথকে রুদ্ধ করে দিয়েছিল। মানুষের মাঝে যে সামাজিক সম্পর্ক ছিল সেগুলো নষ্ট করে দিয়েছিল।

গণঅধিকার পরিষদের হোসেনপুর উপজেলার সদস্য সচিব হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সদস্য মোখলেছুর রহমান উজ্জ্বল, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, ইমতিয়াজ কাজল, যুগ্ম সদস্য সচিব সুহেল হায়দার, মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আলী হোসেন মহসিন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান, ছাত্র নেতা রিপন রাজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে : মোদি

মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু

সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না : মঞ্জু

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

নীলফামারীতে শ্রমিক হত্যায় জামায়াতের বিবৃতি

টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ইনিংস : পূর্ণ মেয়াদে বিসিবি চালাতে চান বুলবুল

ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না : ফিরোজ

ব্যাংক এশিয়ার পাওনা পরিশোধ এক্সিম ব্যাংকের

১০

সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

১১

৪৮ ঘণ্টার মধ্যে লুট হওয়া অস্ত্র জমার নির্দেশ চবি প্রশাসনের

১২

চবিতে সংঘর্ষ : ১ হাজার ৯৫ জনকে আসামি করে মামলা

১৩

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

১৪

প্রাণঘাতী বন্যাকে ‘আশীর্বাদ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৫

পতিত আ.লীগ ভারত থেকে গুজব ছড়াচ্ছে : মির্জা ফখরুল

১৬

রাজধানীতে মসজিদের আগুন নিয়ন্ত্রণে

১৭

স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সোহেলও

১৮

দেশের রিজার্ভ আরও বাড়ল

১৯

মাদকসহ গ্রেপ্তার যুবদল ও কৃষক দলের নেতা বহিষ্কার

২০
X