নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বিএনপির অফিসে আগুন, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে

আগুনে পুড়ে গেছে অফিসের বিভিন্ন আসবাবপত্র। ছবি : কালবেলা
আগুনে পুড়ে গেছে অফিসের বিভিন্ন আসবাবপত্র। ছবি : কালবেলা

পিরোজপুর নেছারাবাদের সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাঙ্গল বটতলা বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজারের চা বিক্রেতা মো. মাহাবুব হোসেন তালুকদার প্রতিদিনের মতো দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ে বিকট শব্দ শুনে তিনি দোকান থেকে বের হলে দেখতে পান বিএনপি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক চিৎকার দিলে আশপাশে থাকা লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা অবকাঠামোর একাংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মো. অলিউল ইসলাম মিলন বলেন, ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে কিছুদিন ধরে কিছু অপরিচিত লোকজন ঘোরাফেরা করছিলেন। তাছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বেপারীর নির্দেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। কারণ ৫ আগস্টের পর থেকে তার বাড়িতে একাধিকবার গোপনে মিটিং হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন বলেন, আমি জরুরি প্রয়োজনে এলাকার বাইরে আছি। বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে থানায় অভিহিত করেছিলাম। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

সমুদয়কাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বেপারী জানান, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল আমাকে জড়িয়ে কথা বলছেন। এ বিষয়ে আমি কিছুই জানি না।

নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত বলেন, বিএনপির ইউনিয়ন অফিস কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া কেউ আগুন দেয়নি। এটা পূর্ব পরিকল্পিতভাবেই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১০

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১১

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১২

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৩

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৪

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৫

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৬

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৭

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৮

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৯

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

২০
X