পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের একপর্যায়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। ছবি : কালবেলা
হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের একপর্যায়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উত্তেজিত জনতা সংগঠনটির সদস্যদের ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৩টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং আরও দুজনকে হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার জিল্লাল হোসেন, তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আব্দুল কুদ্দুস শামীম, কালা মিয়া ও লাল চান মিয়া দীর্ঘদিন ধরে হিজবুত তাওহীদের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনটির কর্মীরা আগামী ২৫ ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।

এরইমধ্যে সোমবার সকালে আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে ৩০-৩৫ জন বহিরাগত ব্যক্তির সমাগম ঘটে এবং তারা বৈঠক করছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় উত্তেজিত জনতা হিজবুত তাওহীদের সদস্যদের ৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ৩টি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ঘটনাস্থলে পৌঁছান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় সরেজমিনে ঘটনাস্থলে অভিযুক্ত হিজবুত তাওহীদের সদস্যদের কয়েকজনের দেখা মিললেও তারা গুরুতর আহত হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন বলেন, মঙ্গলবার হিজবুত তাওহীদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। বর্তমানে পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) আসিফা আফরোজ আদরী বলেন, হিজবুত তাওহীদের প্রায় ৩০-৩৫ জন সদস্য আজ সকালে ওই এলাকার একটি বাড়িতে বৈঠকের চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়দের সহায়তায় চারজনকে আহত অবস্থায় গ্রেপ্তার এবং দুজনকে হেফাজতে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X