বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় নিখোঁজের চার দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে একটি বাল্কহেড। ছবি : কালবেলা
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে একটি বাল্কহেড। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে নিখোঁজের চার দিন পর বিপ্লব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ হওয়া বিপ্লবকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম বলেন, ‘বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় চারজনকে আটক করে নৌপুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।’

নিহত বিপ্লব উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের রাজ্জাক মাঝি কান্দি গ্রামের স্বপন সিপাইয়ের ছেলে। স্বপন সিপাই পেশায় একজন জেলে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে বাবা স্বপন সিপাইয়ের সঙ্গে নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায় কিশোর বিপ্লব। এ সময় ‘এমবি সাকি’ নামের একটি বাল্কহেড দ্রুতগতিতে এসে তাদের নৌকার ওপর উঠে যায়, এতে নৌকাটি গভীর পানিতে ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের জেলেরা স্বপন সিপাইকে উদ্ধার করলেও বিপ্লব নিখোঁজ হয়ে যায়।

বিষয়টি স্থানীয়রা মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়িকে জানালে এসআই সাহিদুল ইসলাম মোল্লার নেতৃত্বে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এ সময় অভিযুক্ত বাল্কহেডের চালকসহ চারজনকে আটক ও বাল্কহেডটি জব্দ করা হয়। তবে বিপ্লবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে উদ্ধার তৎপরতা চালায়।

নিখোঁজের ৪ দিন পর আজ সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়দের জালে বিপ্লবের মরদেহ আটকে গেলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনার রাতে মাঝিরঘাট নৌ পুলিশ অভিযানে গিয়ে বাল্কহেডের চালক ও স্টাফসহ চারজনকে আটক করে। তারা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর পোড়াগাছা গ্রামের মো. আবু তাহের (৩৮), একই গ্রামের মো. আজমির (১৮), ফরিদপুরের জনতার হাট এলাকার মো. আল-আমিন গাজী (২২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার মো. লোকমান হোসেন গাজী (৩৫)।

স্থানীয়রা জানান, নিয়ম-কানুন উপেক্ষা করে রাতে পদ্মা নদী থেকে বালু উত্তোলনকারী বাল্কহেডগুলো দ্রুত চলাচল করে। এর ফলে প্রতিনিয়ত নৌ দুর্ঘটনা ঘটছে। এ দুর্ঘটনায় আজ একজন জীবন হারালো। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে মাঝিরঘাট নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম মোল্লা কালবেলাকে বলেন, ‘পদ্মায় বাল্কহেডের ধাক্কায় কিশোর বিপ্লব নিখোঁজ হওয়ার পর আমরা উদ্ধার অভিযান চালাই। বাল্কহেডটি জব্দসহ এ ঘটনায় চারজনকে আটক করে পদ্মাসেতু দক্ষিণ থানায় সোপর্দ করা হয়েছে। বিপ্লবের মরদেহ স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১০

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১১

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১২

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৩

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৪

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৫

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৬

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৭

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৮

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৯

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

২০
X