কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নান্দাইলে সংবর্ধনা নিতে এসে তোপের মুখে এলাকা ছাড়লেন বিএনপি নেতা

স্থানীয় এলাকাবাসী ও পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ। ছবি : কালবেলা
স্থানীয় এলাকাবাসী ও পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ। ছবি : কালবেলা

নান্দাইলে সংবর্ধনা নিতে এসে স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে এলাকা ছেড়েছেন উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।

শনিবার (১ মার্চ) সকালে নান্দাইলের নিজ বাড়ির সামনে বহিরাগত এনে অস্ত্রের মহড়া দেন তিনি। এ সময় স্থানীয় এলাকাবাসী ও পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। পরে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় নান্দাইল ত্যাগ করেন তিনি।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও এনামুল কাদিরকে সদস্য সচিব করে নান্দাইল উপজেলা বিএনপির ১১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান মনিরকে সদস্য সচিব করে নান্দাইল পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। পরদিন থেকেই শুরু হয় লাগাতার আন্দোলন। ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতাকর্মীরা। কমিটি ঘোষণার ১৮ দিন পার হলেও নেতাকর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি। কমিটি বাতিলের দাবিতে লাগাতার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলনের মুখে উপজেলায় আনন্দ মিছিল কিংবা যৌথসভা করতে পারেননি নতুন কমিটির নেতারা।

নান্দাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম খান ফেরদৌস বলেন, নতুন কমিটি ঘোষণার পর ১৬-১৭ দিন এলাকায় আসতে পারেননি ইয়াসের খান। শনিবার ভোররাতে ৪টায় ইয়াসের খান নান্দাইলের মোয়াজ্জেমপুরের নিজ বাড়িতে আসেন সংবর্ধনা নেওয়ার জন্য। সকাল থেকে তার বাড়ির সামনে ভাড়া করা সন্ত্রাসীরা মহড়া দেয়। এ খবর পেয়ে সংক্ষুব্ধ বিএনপির কর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

একপর্যায়ে ইয়াসের খানের সহযোগী কামরুল রিভলবার দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে। এতে মো. মিলন ভুইয়া, মো. আল আমিন, মো. আব্দুল জলিল, মো. আসাদুল ও মো. রাকিব আহত হন। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে নিজ বাড়িতে মসজিদের মিনারে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বক্তব্য দিয়ে এলাকা ত্যাগ করেন ইয়াসের খান।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমরা যারা দলের জন্য জেল খেটেছি, জুলুম-নির্যাতনের শিকার হয়েছি তাদের কমিটিতে পদ দেওয়া হয়নি। আর যারা আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন আঁতাত করে ব্যবসা-বাণিজ্য করে আসছে তাদের পদ দেওয়া হয়েছে। এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত ইয়াসের খানকে নান্দাইলে রাজনীতি করতে দেওয়া হবে না।

নান্দাইল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টিপু সুলতান বলেন, ইয়াসের খান রাতের আঁধারে সংবর্ধনা নিতে এসে বাহিরাগত সন্ত্রাসী দিয়ে অস্ত্রের মহড়া দিয়েছেন। কিন্তু সাধারণ নেতাকর্মীদের প্রতিবাদের মুখে তিনি এলাকা ছেড়েছেন।

স্থানীয় নেতারা জানান, ১১০ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটিতে আওয়ামী লীগ ও তাদের দোসর ১৯ জন। বয়োবৃদ্ধ ও নিষ্ক্রিয় ১১ জন। দুইবার নাম আছে ৩ জনের। অন্য উপজেলার বাসিন্দা ১ জন। উপজেলার বাইরে অন্যত্র বসবাস করেন ৩ জন। অপরিচিত ২ জন।

এ ছাড়া নান্দাইল পৌর বিএনপির ৮১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে আওয়ামী লীগ ও দোসর ৪ জন। বয়োবৃদ্ধ ও নিষ্ক্রিয় ১ জন। অপরিচিত ১ জন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো রাজপথে সক্রিয়, ত্যাগী, মামলা হামলায় জর্জরিত অধিকাংশ নেতাদের উক্ত কমিটিতে রাখা হয়নি। কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তাদেরও অবমূল্যায়িত অবস্থানে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X