যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মনিরামপুরে টিসিবির কার্ডবঞ্চিতদের মহাসড়ক অবরোধ

টিসিবির কার্ড না পাওয়ার অভিযোগে মনিরামপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
টিসিবির কার্ড না পাওয়ার অভিযোগে মনিরামপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্ড নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। কার্ড না পাওয়ার অভিযোগে সোমবার (৩ মার্চ) সকালে মনিরামপুর পৌরসভার সামনে রাজারহাট-চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বঞ্চিতরা।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা মহাসড়ক অবরোধে যানজটে আটকা পড়া দূরদূরান্তের যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বঞ্চিতদের সঙ্গে কথা বললে তারা অবরোধ উঠিয়ে নেন।

জানা গেছে, মেয়র, কাউন্সিলর না থাকায় ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে চলছে মনিরামপুর পৌরসভার কার্যক্রম। টিসিবি, ভিজিএফ, ওএমএসসহ যে কোনো কর্মসূচি এলেই তাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিসিবি পণ্য বিতরণের আগে ২ হাজার ৭১২টি কার্ড এলেও এবার এসেছে ২ হাজার ২৯৬টি স্মার্টকার্ড। কিন্তু প্রযুক্তিগত (নিরাপত্তাজনিত গোপন পাসওয়ার্ড) কারণে সুবিধাভোগীরা তা হাতে পাচ্ছেন না। ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পেলেও গোপন পাসওয়ার্ড পরিবর্তন সম্ভব হয়নি। যে কারণে ম্যানুয়ালি কার্ড দেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে অনেকেই মনে করছেন।

অন্যদিকে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের মধ্যেও রয়েছে গ্রুপিং। এক গ্রুপকে দিলে অপর গ্রুপ অসন্তুষ্ট হয়। এতে তোপের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। উভয় গ্রুপকে ম্যানেজ করে পৌরসভার কার্যক্রম চালানো দুরূহ হয়ে উঠেছে। কার্ড না পাওয়ায় পূর্বের সুবিধাভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ অবরোধ।

মনিরামপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব শাহিনুর ইসলাম জানান, বরখাস্তকৃত মেয়রের সময় নির্দিষ্ট সুবিধাভোগীদের নামে ১ হাজার ২৮৬ টিসিবি স্মার্ট কার্ড এবং সম্প্রতি এক হাজার ১০টিসহ সর্বমোট ২ হাজার ২৯৬টি টিসিবি স্মার্ট কার্ড এসেছে। কিন্তু সাবেক পৌর মেয়রের নামে গোপন পাসওয়ার্ড থাকায় এই কার্ড নামধারীদের কাছে ইস্যু করা যাচ্ছে না। পাসওয়ার্ড পরিবর্তনের আবেদন করা হয়েছে। সংশোধন হয়ে এলে এ সমস্যা দূর হবে বলে তিনি দাবি করেছেন।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুম জানান, পূর্বে পৌরসভার ৯ ওয়ার্ডে টিসিবির ২ হাজার ৭১২টি কার্ড আসত। কিন্তু এবার ৪১২টি কার্ড কম এসেছে বিধায় আগের সুবিধাভোগী অনেকেই বাদ পড়বেন এটাই স্বাভাবিক। কিন্তু এই কম কার্ডের বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না। যার সব দায় এসে পড়ছে তাদের উপর।

মনিরামপুর পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, টিসিবির কার্ডের বিষয়টি নিয়ে উপজেলার রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে বসা বৈঠকে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে ১০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

‘মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান আমাদের দায়িত্ব’

অর্থের অভাবে সন্তান বিক্রির চেষ্টা, পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

বীরের বেশে তারেক রহমান প্রত্যাবর্তন করবেন : এনামুল হক

টিকটক করার সময় ট্রেনের ধাক্কা, অতঃপর...

‘দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন মেরিনাররা’

প্রধান শিক্ষকের দুই পা ও ডান হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা কফিল উদ্দিনের উঠান বৈঠক

‘সরকারি অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে’

টানা ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

১০

১৫ বছরের কম বয়সীদের টাইফয়েডের টিকা নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার

১১

লালমনিরহাটের দুর্গাপূজায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা

১২

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার

১৩

রাতের আঁধারে বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কারখানার যন্ত্রাংশ

১৪

বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর : নীরব

১৫

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে দিল পাকিস্তান

১৬

বাসাপ্রতি ১০০ টাকার বেশি বর্জ্য চার্জ নেওয়া যাবে না : ডিএসসিসির প্রশাসক

১৭

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

১৮

ছাত্রীদের ‘আপত্তিকর’ প্রস্তাব দেওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

১৯

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর চীনের বড় পদক্ষেপ

২০
X