কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাসে অটোচালককে হত্যার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি : কালবেলা

গাজীপুর শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় তাকওয়া পরিবহনের গাড়ি থেকে ফেলে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের হত্যাকারী স্টাফদের গ্রেপ্তার ও বিচার দাবিসহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে অটোচালকরা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে প্রায় তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত অটোরিকশা চালক লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার দুলাল মিয়ার ছেলে।

আন্দোলনরত অটোরিকশা চালকদের দাবি, গতকাল (সোমবার) বিকেলে অটোরিকশা চালক লিটন তার অটোরিকশা নিয়ে মাস্টার বাড়ি এলাকায় গেলে তাকওয়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে অটোরিকশা চালক লিটন অভিযুক্ত তাকওয়া পরিবহনের বাসে উঠে পড়েন। একপর্যায়ে বাসটি নতুন বাজার এলাকায় পৌঁছলে ধস্তাধস্তি করে চলন্ত বাস থেকে লিটনকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে ও দায়ীদের শাস্তি ও হত্যা মামলা নেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নেমেছেন তারা।

নিহতের স্ত্রী শরমিন বেগম বলেন, গতকাল বিকেলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এরপর স্বামীকে তাকওয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার দুই ঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে স্বামীর মরদেহ পড়ে থাকার খবর পাই। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত পায়ের রগ টাকা রক্তাক্ত মরদেহ দেখতে পাই।

নিহতের ছোটভাই মো. আজিজুল অভিযোগ করে বলেন, ভাইকে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি শুরু করে। রাতভর থানায় অবস্থান করেও মামলা নেয়নি পুলিশ। আমার ভাইকে ধারালো অস্ত্রে আঘাতে খুন করলো অথচ মামলা করার পরামর্শ দেন সড়ক দুর্ঘটনা। এ জন্য স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে।

ইমাম পরিবহনের চালক মোখলেছুর রহমান বলেন, দীর্ঘ ৩ ঘণ্টা যাবত সড়কে আটকা রয়েছি। সড়কে হাজার হাজার মানুষ অবরোধ করেছে। গাড়িতে যাত্রীরা খুবই ভোগান্তিতে আছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, অটোরিকশা চালক লিটন হত্যার বিচার দাবিতে অটোরিকশা চালকরা সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, বাস থেকে লিটনকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১০

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১১

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১২

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৩

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৪

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৫

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৬

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৭

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৮

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৯

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

২০
X