খুলনা ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটের প্রকৌশলীকে লাঞ্ছিত করা সেই বিএনপি নেতা সোহাগকে অব্যাহতি

বিএনপি থেকে সাময়িক বহিষ্কৃত হওয়া মোল্লা সোহাগ। ছবি : সংগৃহীত
বিএনপি থেকে সাময়িক বহিষ্কৃত হওয়া মোল্লা সোহাগ। ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা বিএনপি নেতা মোল্লা সোহাগ হোসেনকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।

বুধবার (৫ মার্চ) খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর অর্ন্তগত খানজাহান আলি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিডিয়া সেল জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোল্লা সোহাগকে দলীয় পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহ্বায়ক করে ১ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে মোবাইল ফোনে হুমকি প্রদান এবং একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে খানজাহান আলি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের বিরুদ্ধে। গত সোমবার (৩ মার্চ) কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়াকে থানা বিএনপির ওই সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়। একই দিন বিকেলে নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

য‌দিও নিজেকে নির্দোষ দা‌বি করে ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করেছেন বিএনপি নেতা মোল্লা সোহাগ হোসেন। কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে লাঞ্ছিত করা প্রসঙ্গে মোল্লা সোহাগ হোসেন সাংবাদিকদের বলেন, ওনাকে লাঞ্ছিত করা হয়নি। ওই প্রকৌশলীর সঙ্গে আমার দেখা হয়। সালাম বিনিময় হয়। উনি আমার সালামের উত্তর দেন। পরে আমি উনার কাছে জানতে চাই যে, স্যার কুয়েটের কি অবস্থা এখন? উনি আমাকে বলেন, কুয়েটতো আপনারা উত্তপ্ত করেছেন। এরপর সাম্প্রতিক ছাত্র সংঘর্ষ নিয়ে আমি ওনার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ি। এখানে তাকে হুম‌কি বা লাঞ্ছিত করা হয়‌নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ফার্মগেটে বিক্ষোভ

সকালে খালি পেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

১০

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

১১

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

১২

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১৩

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১৪

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১৫

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১৬

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৭

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৮

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৯

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

২০
X