কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অনৈক্য হলেই ছোবল মারবে পতিত স্বৈরাচার : রহমাতুল্লাহ

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা শাখার ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলেই পতিত স্বৈরাচার আবার ছোবল মারবে। তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (০৮ মার্চ) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছিল। সন্ত্রাস, চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই, আওয়ামী লীগ করেনি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে দীর্ঘ বছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা, মিথ্যা মামলায় বিএনপির হাজারো নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। স্বৈরাচার ও স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল স্বৈরাচারী হাসিনা। সময়ের প্রেক্ষাপটে নিজেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া আগের মতোই দেশের মানুষ ও কর্মীদের মাঝে দেশের যোগ্য ও ত্যাগী নেত্রী হিসেবেই রয়েছেন। মানবিকতা ও দেশপ্রেমের কারণেই মানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না পতিত স্বৈরাচার হাসিনা। মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে রুখে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। এটি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনৈক্য সৃষ্টি হলে ছোবল মারবেন হাসিনা। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে উন্নত রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

চাঁদপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এবিএম মোখলেসুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাঢ়ি, শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গাজী মোহাম্মদ হক তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ আহমেদ নান্না, চাঁদপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের জলিল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

ডিভোর্সের গুঞ্জন, মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : ফখরুল

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব : সিইসি

যাতায়াত সুবিধাসহ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুংকার

বাজার স্থিতিশীলতার লক্ষ্যে ইরানের অনুকরণে ব্যবস্থার ঘোষণা সিরিয়ার

সকালে সময় বাঁচাতে রোজ পাউরুটি খাচ্ছেন? চিকিৎসকদের স্পষ্ট সতর্কবার্তা

১০

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

১১

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

১৩

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

১৪

‘বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি’

১৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

১৬

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৭

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

১৮

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

১৯

শতকোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে হাতবদল

২০
X