কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অনৈক্য হলেই ছোবল মারবে পতিত স্বৈরাচার : রহমাতুল্লাহ

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা শাখার ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলেই পতিত স্বৈরাচার আবার ছোবল মারবে। তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (০৮ মার্চ) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছিল। সন্ত্রাস, চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই, আওয়ামী লীগ করেনি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে দীর্ঘ বছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা, মিথ্যা মামলায় বিএনপির হাজারো নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। স্বৈরাচার ও স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল স্বৈরাচারী হাসিনা। সময়ের প্রেক্ষাপটে নিজেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া আগের মতোই দেশের মানুষ ও কর্মীদের মাঝে দেশের যোগ্য ও ত্যাগী নেত্রী হিসেবেই রয়েছেন। মানবিকতা ও দেশপ্রেমের কারণেই মানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না পতিত স্বৈরাচার হাসিনা। মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে রুখে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। এটি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনৈক্য সৃষ্টি হলে ছোবল মারবেন হাসিনা। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে উন্নত রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

চাঁদপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এবিএম মোখলেসুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাঢ়ি, শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গাজী মোহাম্মদ হক তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ আহমেদ নান্না, চাঁদপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের জলিল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

রাকুলের সতর্কবার্তা

১১

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১২

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

১৩

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

১৪

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যাবে

১৫

নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১৬

মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

১৭

গায়েহলুদে ভয়াবহ দুর্ঘটনার কবলে বর-কনে

১৮

১৩ মাসে কোরআনের হাফেজ হলেন শিশু মাকসুদুর

১৯

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X