নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাঁজা সেবনের অভিযোগে শিক্ষার্থীদের হাতে ধরা খেল পুলিশ

গাঁজা সেবনের সময় পুলিশ সদস্যসহ ৩ জনকে ধরে ফেলে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
গাঁজা সেবনের সময় পুলিশ সদস্যসহ ৩ জনকে ধরে ফেলে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

নওগাঁ সরকারি (কৃষ্ণধন) কেডি উচ্চ বিদ্যালয় থেকে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে স্কুলের সীমানায় ওই তিনজন গাঁজা সেবন করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাদের চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর সার্চ করে একটি গাঁজার সিগারেট পাওয়া যায় বলে অভিযোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নিয়ে ডোপ টেস্টে পাঠিয়ে দেয়।

রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কেডি স্কুলের সীমানায় পরিত্যক্ত ভবনের পাশে ঘটনাটি ঘটে।

অভিযোগ ওঠাদের মধ্যে দুই পুলিশ সদস্য হলেন- সুজন ও আলী আলম। অপরজন হলেন- একজন সরকারি কর্মকর্তার ড্রাইভার কার্তিক সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নুর নয়ন।

তিনি কালবেলাকে বলেন, তাদের ডোপটেস্টের রিপোর্ট এই মাত্র হাতে পেলাম। তিনজনেরই নেগেটিভ এসেছে। এখন বিষয়টি ঊর্ধ্বতন স্যারেরা দেখবেন।

এদিকে পুলিশ সদস্য শিক্ষার্থীদের হাতে গাঁজা সেবনকালে আটক বিষয়টি নিয়ে ইতোমধ্যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। কালবেলার হাতে আসা কয়েকটি ভিডিওতে দেখা যায়, পোশাক পরা এক পুলিশকে তাদের পক্ষে সাফাই গেয়ে বলতে শোনা যায়, রোজার দিন তারা এখানে এসে বিড়ি খাচ্ছিল। পোশাক ছাড়া আরেক পুলিশ সদস্য বলেন, একটা বিষয় নিয়ে এখানে এসে কথা বলছি। তবে তাদের এই যুক্তি মেনে নেননি শিক্ষার্থীরা।

অপরদিকে তাদের এমন কথা শুনে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আপনাদের কাজ অফিস রুমে। আপনাদের স্কুলে ঢোকার কোনো বৈধতা আছে কিনা জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেনি। তাই শিক্ষার্থীরা বলেন, আপনাদের স্কুলে ঢোকার বৈধতা নেই। এখানে ঠিকাদারি কাজ চলছে এই বাহানা দিলেও মানা যেত।

আরও বলতে শোনা যায়, গাঁজা খাচ্ছিল এমন ভিডিও আমাদের কাছে আছে। হাতে একটা সিগারেট সদৃশ বস্তু নিয়ে তাদের বলতে শোনা যায় এটা গাঁজার সিগারেট। অবৈধ প্রশাসন, মানি না মানবো না। পুলিশ কেন গাঁজা খায়- জবাব চাই, বিচার চাই।

এমন সময় একজন চলে যেতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। তবে তার মুখে মাস্ক পরা ছিল। তাই শিক্ষার্থীরা তাকে মাস্ক খুলতে বলেন।

বিকেল সাড়ে ৫টার দিকে জানতে চাইলে নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফ্ফার কালবেলাকে বলেন, তিনজনকে ডোপটেস্টের জন্য আনা হয়েছিল। তাদের স্যাম্পল নেওয়া হয়েছে। প্রসেসিং চলছে। যে কোনো সময় রিপোর্ট জানা যাবে বলেও জানান তিনি। পরে পৌনে ৬টার দিকে এক ক্ষুদে বার্তার মাধ্যমে ৩টি রিপোর্টই স্বাভাবিক এসেছে বলে জানান তিনি।

নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহেদ ফেরদৌস বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যসহ তিনজনকে শিক্ষার্থীরা গাঁজা সেবন করতে দেখতে পায়। বিষয়টি তাদের বলতে গেলে তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। কিন্তু বেশি শিক্ষার্থী থাকায় তারা পারেনি। একসময় শিক্ষার্থীরা তাদের সার্চ করলে তাদের পাশে গাঁজার সিগারেট পায়। খবর পেয়ে ডিবির একটি টিম গিয়ে তাদের নিয়ে যায় এবং শাস্তির বিষয়টি নিশ্চিত করবেন বলে আমাদের জানায়।

তিনি আরও বলেন, আমরা স্কুলকে মাদক ও ইভটিজিংমুক্ত ঘোষণা করেছি। স্কুল ছুটির পর বহিরাগতরা এখানে প্রতিনিয়ত মাদক সেবন করে। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি।

নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, এর আগে পুলিশ প্রশাসনের কোনো সদস্য এ স্কুলে মাদক সেবন করে কিনা এটা আমার জানা নেই। আজ আমি জানতে পারি, ওই তিনজন নাকি গাঁজা সেবন করেছে, তাদের মধ্যে পুলিশ সদস্য ছিল। তাই তাদের ছাত্ররা ধরে রেখেছে এবং পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের নিয়ে গেছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা। এখানে যদি কেউ নেশাদ্রব্য নিয়ে আসে বা সেবন করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এমএ মান্নান কালবেলাকে বলেন, খবর পেয়ে কেডি স্কুল থেকে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সেখানে সদর থানার ওসি উপস্থিত ছিলেন। আমরা তার সহায়ক হিসেবে কাজ করেছি।

নওগাঁ কেডি স্কুল থেকে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে নিয়ে আসার কথা স্বীকার করেছেন নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী। কেন নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নে তিনি কালবেলাকে বলেন, সিগারেট অথবা নেশা জাতীয় কিছু খাচ্ছিল, সেজন্য ডোপ টেস্টে পাঠানো হয়েছে। ডোপ টেস্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের জন্য নিজের ফোন নম্বরই বদলে ফেললেন মাস্ক

তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ : ডা. শামীম

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কবে

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : নুর

ঢাকায় মিটিং হলে ভারতের বয়কটের হুমকি, অনিশ্চয়তায় এশিয়া কাপ!

৬ বছরেও ছেলে হত্যার বিচার পাইনি : আবরারের বাবা

ঢাকায় কেন মানবাধিকার কমিশনের মিশন, ব্যাখা দিল সরকার

যে কোনো মাঠে বাংলাদেশকে ভালো দল মনে করে পাকিস্তান

‘তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক একটি পক্ষ মেনে নিতে পারছে না’

ওএইচসিএইচআরের চুক্তিতে সই করায় হেফাজতে ইসলামের প্রতিবাদ

১০

জামায়াতের সমাবেশে সারজিস

১১

এমি মার্টিনেজকে দলে ভেড়াতে খেলোয়াড় অদল-বদলের পরিকল্পনায় ম্যানইউ

১২

অল্প বয়সেই চুল পড়ে যাচ্ছে? উপকার মিলতে পারে ৫ ফলে

১৩

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন উইফা

১৪

দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ

১৫

গুরুতর আহত শাহরুখ, বন্ধ হলো সিনেমার শুটিং

১৬

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ

১৭

যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে : ফখরুল

১৮

জাতিসংঘের কার্যালয় নিয়ে আজহারীর স্ট্যাটাস

১৯

গণঅভ্যুত্থান কখনো একক কারও অবদানে সফল হয় না : মঞ্জু

২০
X