আইন-শৃঙ্খলা সুশৃঙ্খল রেখে নিরাপদ চাঁদপুর বজায় রাখতে পুলিশ সদস্যদের তৎপরতা বৃদ্ধিতে নানা কাজেই সরাসরি উৎসাহ দিচ্ছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। এমনকি মানবিক কাজেও পুলিশ সদস্যদের উৎসাহ দিতে হাতে তুলে দিচ্ছেন সম্মাননা স্মারক।
সোমবার পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপারকে এমন উৎসাহ দিতে দেখা যায়।
মানবিক কাজে উৎসাহ পাওয়া পুলিশ কন্সটেবল আবুল হোসেন মানিক বলেন, মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাসিক কল্যাণ সভায় সম্মাননা প্রদান করা হয়। আমি এই সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত। বিশেষ করে আমাদের পুলিশ সুপারের থেকে এমন উৎসাহ পেয়ে আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত রাজজাক মীর বলেন, পেশাগত কাজে সম্মাননা পাওয়া আনন্দের। আর এটি জেলা পুলিশ সবসময় করে থাকে। আমাকে গেল মাসের কাজের মূল্যায়ন করে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত করে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে কাজের উৎসাহ বাড়িয়ে দেওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমি সবসময় পুলিশ সদস্যদের কল্যাণমূলক কথাগুলো শুনি এবং তাদের সঙ্গে জেলা পুলিশের সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে থাকি। এতে করে তাদের কাজের সময় মামলার তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। আমরা জেলা পুলিশকে সর্বসাধারণের জন্য সর্বোচ্চ সেবাপ্রাপ্তির জায়গাটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
এদিন পুলিশ সুপার জেলা পুলিশের মাসিক অপরাধ সভাও করেছেন। এসব সভার শুরুতে জেলা পুলিশ কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মন্তব্য করুন