ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেলেন ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা

পুলিশের ভ্যানে শাওন কাবী রিজা। ছবি : কালবেলা
পুলিশের ভ্যানে শাওন কাবী রিজা। ছবি : কালবেলা

আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জে ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা শাওন কাবী রিজা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহান সাদিক।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম মেহেদী।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে অভিযোগের ভিক্তিতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পর দিন বুধবার (১২ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শাওন কাবী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৬নং রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তার বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটর নুরে আলমকে মারধর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।

এদিকে শাওন কাবীকে আটক, নির্যাতন এবং মামলা দেওয়ার প্রতিবাদে বুধবার সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের বিরুদ্ধে শাওন কাবীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং তার দ্রুত মুক্তি চেয়ে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভের ডাক দেয় তারা। যদিও শাওনের দুটি মামলা জামিন হওয়ায় এবং জেলা বিএনপির নেতাদের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তা স্থগিত করা হয়।

শাওনের জামিনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান জানান, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। দেশের মানুষের ভালোবাসা নিয়ে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অন্যদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ শাওন কাবী রিজার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানান।

এদিকে আদালত থেকে জামিন পেয়ে ছাত্রদল নেতা শাওন কাবী বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। সম্পূর্ণ নির্দোষ। পুলিশ অন্যায়ভাবে আমার ওপর অভিযোগ চাপিয়েছে। এতে আদালত আমার ওপর সন্তুষ্ট হয়ে ন্যায়বিচার করেছেন।

উল্লেখ্য, শাওন কাবী রিজাকে রাতেই থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। প্রাইভেট কার গতিরোধ করে মারধর ও পুলিশের কাজে বাধাদানের দুটি বিষয়ে মামলা দায়ের করা হয়। পরে ওই দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বুধবার বিকেলে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১০

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১১

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১২

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৩

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৪

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৬

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৭

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৮

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৯

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X