মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার ভয়ে ঘরছাড়া কৃষক পরিবার

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকস। ছবি : সংগৃহীত
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকস। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকসের ভয়ে তিন মাস ধরে ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে দিনযাপন করছেন এক কৃষক পরিবার। অভিযোগ উঠেছে, মতিন বকসের নির্দেশে ওই কৃষক পরিবারের ওপর হামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার মডেল থানায় বিএনপি নেতা মতিন বখসসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক আব্দুল মকিছ। একই ঘটনায় আদালতেও মামলা দায়ের করেছেন তিনি। মামলার আসামিরা হলেন আব্দুল মকিছের ভাই আব্দুল শহীদ, আব্দুল মতিন, তাদের স্ত্রী মিলি বেগম, পারভিন বেগম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব মাতারকাপন গ্রামে দীর্ঘদিন ধরে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল আব্দুল মকিছের। সেই সূত্র ধরে গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় বাজারে থাকার সুবাদে আসামিরা মকিছের স্ত্রী ইয়াছমিন আক্তারকে পূর্ব পরিকল্লিতভাবে বসতঘরে প্রবেশ করে আক্রমণ করে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় আসামিরা আবার বাড়িতে গিয়ে পুনরায় আব্দুল মকিছের স্ত্রীকে ছুরি ও লোহার পাইপ দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। ঘটনার খবর পেয়ে আব্দুল মকিছ বাড়িতে এসে স্ত্রীকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মকিছের ভাইদের পক্ষ নিয়ে মতিন বকস জমি দখলে নেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয় লোকজনদেরকে জানালে মতিন বখস তার লোকজন দিয়ে মকিছ ও তার পরিবারের লোকজনদেরকে মারধর করে। স্ত্রীর মাথায় আঘাত করে প্রাণে হত্যার হুমকি দেয়।

কৃষক আব্দুল মকিছ বলেন, আমি আজ তিনমাস ধরে নিজের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছি। আমাদের জমি সবকিছুর সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা মতিন বখস আমার ভাইদের নিয়ে আমার পেছনে লেগেছে। আমাকে ভয় দেখিয়ে ঘরবাড়ি ছাড়া করে দিছে। আমার ঘরে থাকা স্ত্রীকে মতিন বকসের নির্দেশে আমার ভাইয়েরা হামলা করেছে, এলাকার মানুষ সবাই তা দেখেছেন। আমি কৃষক মানুষ এখন পরিবার নিয়ে আত্মগোপনে আছি।

কৃষকের স্ত্রী ইয়াছমিন আক্তার বলেন, মতিন বখস যা বলবে সেটাই মানতে হবে না হলে যেখানে পাবে সেখানে মারবে, এরকম আতঙ্কে আছি আমরা। পরিবারের যাকে পাবে তাকে মারবে। তার হুকুমে আমার দেবর ও ভাসুররা মাথায় আঘাত করে আমাকে আহত করেছে। আমাদের কোন মুরব্বিদের বিচার মতিন বকস মানতে চায় না। তার যে বিচার সেটা সে জুড়ে প্রয়োগ করতে চায়।

বিএনপি নেতা মতিন বখস বলেন, তারা অনেকদিন ধরে ভাইদের মধ্যে মারামারি হচ্ছে। কোনদিন কাকে মেরেছে আমি জানি না। তাদের ভাইদের সম্পদ লুট করে নিয়ে গেছে সে। এটা বিচার হয়েছে। আমি এসব বিষয় জানি না, শুধু জানি মামলা করেছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। একই ঘটনায় একাধিক মামলা নেওয়ার বিধান নেই। ঘটনা তো একই। সন্ধ্যার পর অভিযোগকারী থানায় এসে অভিযোগ দিয়ে গেছে। আমি তার সঙ্গে কথা বলেছি। যদি কোনো আসামি কোর্টের মামলায় বাদ দিয়ে থাকে, সেটা তদন্তকালীন সময়ে বললে অন্তর্ভুক্ত হবে। আদালতে দায়ের করা মামলা ও থানার অভিযোগ এক সঙ্গে তদন্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের র‍্যালি 

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

এবার পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের

১০

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

১১

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে কাগজপত্র

১২

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

১৩

আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ—কোথায় কোনটা পড়বেন? জেনে নিন

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য সুখবর

১৫

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই গ্রেপ্তার

১৬

আনসার বাহিনীর জন্য কেনা হবে ১৭ হাজার শটগান : অর্থ উপদেষ্টা

১৭

আল্লাহ ন্যায়বিচার করছেন : শহীদ জসিমের বাবা

১৮

যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, যা বললেন স্বজন ও স্থানীয়রা 

১৯

সকালে গোসল করা ভালো, নাকি রাতে

২০
X