বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট হাসিনার দোসররা দেশে অস্থিরতা করছে : ইলিয়াসপত্নী লুনা

সিলেটের বিশ্বনাথে বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য দেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা
সিলেটের বিশ্বনাথে বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য দেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, হাসিনা পতনের পরে অন্তর্বর্তী সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল নির্বাচনের জন্য উল্লেখযোগ্য কিছু সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তবে, হতাশার বিষয় হলো এখন পর্যন্ত সংস্কারের তেমন উল্লেখযোগ্য কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এতে করে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এই সুযোগ নিয়ে দেশে অস্থিরতা করছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি। এতে নেতাকর্মীদের জেলজুলুম আর নির্যাতন সহ্য করতে হয়েছে। দাবি ছিল- তত্ত্ববধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন। পরে তা না মানায় দাবি ওঠে হাসিনার পতন। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে দেশের সর্বস্তরের জনগণ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। বিশ্বের ইতিহাসে এটাই প্রথম যে, কোনো দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে।

তিনি বলেন, বিএনপির জনসমর্থন দেখে কেউ কেউ বুঝতে পারছে যে, নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। তারা কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। এজন্য এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন কেউ কেউ। আমরা তা হতে দেব না। প্রয়োজনে আবার আন্দোলনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আদায় করেই ছাড়ব। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি দল করে কোনোভাবে কোনো অপকর্মের সঙ্গে কেউ জড়িত থাকতে পারবে না। সবাই নিজ নিজ এলাকায় মানুষের কল্যাণে কাজ করে মানুষের সমর্থন আদায় করতে হবে।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য রুমেল আহমদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রভেল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তার আহমদের যৌথ পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মাহবুব আলম জহির সাধারণ সম্পাদক লিলু মিয়া প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

১০

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১১

যমুনার সামনে রাতভর যা যা হলো

১২

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১৩

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৪

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৫

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৬

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৭

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১৮

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X