নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে চৌমুহনীর দক্ষিণ বাজারে রাজধানী ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ কাওছার মিয়া।
তিনি কালবেলাকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিল।
মন্তব্য করুন