ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বহুতল ভবনে থাকতেন আরসা সদস্যরা

ময়মনসিংহের নতুনবাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটি। ছবি : কালবেলা
ময়মনসিংহের নতুনবাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটি। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা নতুনবাজার মোড়ের একটি ভবন থেকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাত ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নতুনবাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটিতে অভিযান চালান র‌্যাবের সদস্যরা। ভবনটির ১০তলার একটি ফ্ল্যাট থেকে দুজন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে দুটি শিশুও ছিল।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। র‌্যাব-১১-এর নায়েক সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে মামলা দুটি করেন।

এতে আসামি করা হয়েছে আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭) ও তার স্ত্রী মোসা. আসমাউল হোসনা (২৩), ১৫ বছর বয়সী কিশোর, আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোছা. শাহীনা (২২) ও ১৭ বছর বয়সী এক তরুণীকে।

ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা নতুনবাজার মোড় এলাকায় ১৫তলা গার্ডেন সিটি ভবনের ১০তলার যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন আরসা সদস্যরা সেই ভবনটির মালিক মাজহারুল ইমলাম নামের এক ব্যক্তি। তিনি নরসিংদীর পলাশে থাকেন। বাসাটি ভাড়া দিয়েছিলেন ভবনের দারোয়ান নিজাম উদ্দিন।

গার্ডেন সিটি ভবনের দারোয়ান নিজাম উদ্দিন বলেন, ভাড়ার নোটিশ দেখে চার মাস আগে দুই ব্যক্তি বাসাটি ভাড়া নিতে চান। তারা নিজেদের বাড়ি ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নে বলে পরিচয় দেন। একজনের নাম বলেন মনিরুজ্জামান। দারোয়ানের বাড়িও ঈশ্বরগঞ্জ। তাদের বিশ্বাস করে মালিকের সঙ্গে কথা বলিয়ে ২০ হাজার টাকায় ভাড়া দেন তিনি। ভাড়া দেওয়ার সময় তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চান তিনি, তবে তারা ‘দিব, দিচ্ছি’ করে অনেক দিন কাটিয়ে দেন। পরে মনিরুজ্জামান একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেন, যেখানে বাড়ি উচাখিলা ইউনিয়নের চর আলগী লেখা। বাবার নাম লেখা ছিল মো. আতিকুল ইসলাম। কিন্তু বাসা ভাড়া নেওয়ার সময় বলেছিলেন তার বাড়ি তারুন্দিয়া। তিনি আর বিষয়টি গুরুত্ব দেননি।

তিনি আরও বলেন, দুই ব্যক্তি যখন ভাড়া নিতে আসেন, তখন নিজেদের ভাই বলে পরিচয় দেন। তারা বলেন, তাদের মা-বাবা এই ফ্ল্যাটে থাকবেন। তাদের বাবা গাজীপুরে একটি মাদ্রাসায় চাকরি করেন। একজন প্রবীণ ব্যক্তি এই বাসায় থাকতেন। ভবন থেকে মাঝেমাঝেই নামার সময় খুব ধীরগতিতে হাঁটতেন। বাসার নারীরা পর্দা করায় দারোয়ান কখনো বাসার ভেতরে যাননি। বাসা থেকে বাইরে খুব একটা যাওয়া-আসা করতেন না এই বাসার বাসিন্দারা। শুধু মনিরুজ্জামান পরিচয় দেওয়া ব্যক্তি বাজার করে ওপরে চলে যেতেন। চার মাস ধরে এভাবেই বসবাস করছিলেন তারা।

ভবনের ইমাম আবু সুফিয়ান বলেন, এই ভবনটিতে একটি নামাজ খানা আছে। এখানে আমি ইমামতি করি। তারা যখন নতুন ভাড়াটিয়া আসে কয়েকদিন নামাজ পড়েছিল কিন্তু পরে আর নামাজ পড়ে নাই। তাদের নামাজের কথা জিজ্ঞেস করা হতো, এখানে পাঁচ ওয়াক্ত নানাজ পড়ানো হয়, তারাবি পড়ানো হয়। তখন তারা বলতো আমরাতো হুজুর শ্রেণির লোক আমরা নিজেরাই নামাজ পড়ি। মনিরুজ্জামান নামের লোকটি ভবনে পরিচয় দেওয়া ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরকে নিয়ে ভবনে ওঠানামা করতেন। আর মনির নামে যে লোকটি বাসা ভাড়া নিয়েছিল সে আরসার যে প্রধান তাকে বাবা বলে পরিচয় দিত। র‌্যাব যখন তাদের আটক করে তখন আমি আশ্চর্য হয়ে যাই।

ভবনটির ১১তলার বাসিন্দা আনিসুর রাজ্জাক ভূঁইয়া বলেন, এই ফ্ল্যাটে যারা থাকতেন, তারা ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন না। নিজেদের ফ্ল্যাটের দরজাও খুলতেন না।

পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ নগর থেকে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজন ভাইবোন। আসমত উল্লাহ, শাহিনা আক্তার ও ১৭ বছর বয়সী তরুণী ভাইবোন। তারা মিয়ানমারের আরাকান রাজ্যের কাউনিয়া বিল এলাকার বাসিন্দা হলেও উখিয়ার থ্যাংকালি রোহিঙ্গা ক্যাম্পের থাকতেন। গ্রেপ্তার অপরজন মো. হাসান। তিনি আরাকানের খুনকুন এলাকার বাসিন্দা হলেও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। মামলায় আরসার সদস্যদের কাছ থেকে ৩০ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা, আরসা আর্মি লেখা ১৫টি নেমপ্লেট, মিলিটারি শার্টসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ দেখানো হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবস্থান করায় ১০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। যেহেতু তাদের নারায়ণগঞ্জের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে, ময়মনসিংহের পুলিশ গ্রেপ্তারের জন্য আদালতের কাছে আবেদন করবে। তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে ৪ জন এবং নারায়ণগঞ্জ থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

১০

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

১১

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১২

যমুনার সামনে রাতভর যা যা হলো

১৩

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১৪

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৫

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৬

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৭

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৮

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১৯

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

২০
X