নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

সিরাজগঞ্জ জেলা কারাগারে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে বিশেষ খাবারের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ জেলা কারাগারে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে বিশেষ খাবারের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ জেলা কারাগারে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বন্দিদের জন্য নিয়মিত ইফতারির পাশাপাশি এদিন কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় তরমুজ বিতরণের আয়োজন করা হয়। বন্দিদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ আয়োজন করা হয়, যা কারাগারের ইতিহাসে এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখা গেছে।

প্রতিদিনের মতো বন্দিদের জন্য ইফতারির তালিকায় ছোলা, মুড়ি, খেজুর, পেঁয়াজু, জিলাপি ও কলা অন্তর্ভুক্ত ছিল। তবে এ দিন তরমুজ সংযোজন বন্দিদের জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। কারাগার কর্তৃপক্ষের এ উদ্যোগ বন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

তরমুজ বিতরণের এ আয়োজনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। তিনি নিজ হাতে বন্দিদের মাঝে তরমুজ বিতরণ করেন এবং এ ব্যতিক্রমী উদ্যোগের জন্য কারা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বন্দিদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের প্রতি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধকে প্রকাশ করে। এটি শুধু তাদের মনোবল বাড়ানোর জন্যই নয়, বরং সমাজে ইতিবাচক বার্তা প্রদান করে।’

এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ কারাগারের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন ও খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং বন্দিদের বসবাসের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি জেল সুপারসহ অন্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বন্দিদের পুনর্বাসন ও সুস্থ জীবনের জন্য উন্নত সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা উচিত।’

জেলা ম্যাজিস্ট্রেট কারাগারের অন্য কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এদিকে তরমুজ বিতরণে বন্দিদের মধ্যে আনন্দের সঞ্চার হয়। গত ২৩ মার্চ কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আব্দুল লতিফ বলেন, ‘আমি যতদিন কারাগারে বন্দি ছিলাম, ততদিন কোনো সমস্যার সম্মুখীন হইনি। কারাগারে পরিবেশিত খাবার ভালো ছিল, বিশেষ করে রমজানে সেহরি ও ইফতার খুবই ভালো ছিল।’

একই দিনে বন্দি মো. শফিকুল ইসলাম বলেন, ‘কারাগারের পরিবেশ অনুকূল ছিল। আমাদের পরিবারের কেউ যখন সাক্ষাৎ করতে আসত, তখন কোনো সমস্যার সম্মুখীন হতে হতো না। কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা এক্ষেত্রে খুবই সহায়ক ছিলেন।’

এ ছাড়া কারাগারের এক বন্দি বলেন, ‘আমরা প্রতিদিন নিয়মিত ইফতারি পাই, যা আমাদের শারীরিক প্রয়োজন মেটায়। তবে তরমুজের আয়োজন আমাদের মনে এক নতুন অনুভূতি সৃষ্টি করেছে।’

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, ‘বন্দিদের পুনর্বাসন ও সুশৃঙ্খল জীবন নিশ্চিত করার জন্য আমরা সংকল্পবদ্ধ। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক এবং রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শকের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’

জেল সুপার বলেন, বন্দিদের সুষ্ঠু জীবনযাপন নিশ্চিত করতে ভবিষ্যতে আরও নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারাগারের উন্নয়ন ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১০

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

১১

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

১২

২ ভাইকে কুপিয়ে হত্যা

১৩

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

১৪

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

১৫

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

১৬

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

১৭

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

১৮

এনসিপির ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, জানালেন নতুন তথ্য

১৯

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

২০
X