সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির সবাইকে অচেতন করে কিশোরীকে গণধর্ষণ

সাভার থানা। ছবি : কালবেলা
সাভার থানা। ছবি : কালবেলা

ঢাকার অদূরে সাভারে মধ্যরাতে একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির সবাইকে অচেতন করে এক কিশোরীর হাত-পা বেঁধে ও মুখে রুমাল গুঁজে জোরপূর্বক গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা ঘরে থাকা স্বর্ণলংকার, নগদ টাকা ও মোবাইল ফোনও লুট করে নিয়ে যায়। গত ২১ আগস্ট রাত দেড়টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটের চর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ আগস্ট) গভীর রাতে সাভার মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

ভুক্তভোগী ওই কিশোরীকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এবং তার বাবা-মাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ওই কিশোরীর বড় ভাই সাংবাদিকদের বলেন, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে চাকরির সন্ধান করছি। বাবা একটি ব্যাংকের প্রাইভেটকার চালান, মা গৃহিণী। আর ছোট বোন স্কুলে পড়ে। ওইদিন রাতে আব্বু, আম্মু ও আমার ছোট বোন আগেই রাতের খাবার খায়। পরে খাওয়াদাওয়া করি আমি। ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে আম্মু আমারে বলছে, তোর আব্বুর যেন কেমন করছে? আমার কেন জানি মনে হচ্ছে, খাবারে কিছু একটা মেশানো হইছে। পরে আমার বাবার রুমে গিয়ে অনেক নাড়াচরা করলেও উনি সাড়া দেয়নি। এরপর আমার ছোট বোনের রুমে গিয়ে দেখি, তখন ও ফোনের হেডফোন কানে লাগিয়ে ভিডিও দেখতেছে। তখন আমার বোনের ঠোঁটটা একটু ভারভার ও চোখ ঘুমঘুম মনে হচ্ছিল। তারপর আমার রুমে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে কোনো এক সময় ঘুমিয়ে যাই।

সকালে ওঠে বোনের কাছ থেকে জানতে পারি, ওরা তিনজন গ্রিলকেটে ঘরে প্রবেশ করে। দুইজন ছিল মধ্যবয়স্ক। তরুণ বয়সের একজন আমার বোনের বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। আর দুইজন ওর হাত-পা বেঁধে মুখে রুমাল গুঁজে ধর্ষণ করেছে। এ সময় আলমারি থেকে ২০ হাজার, আমার মানিব্যাগ থেকে ৫ হাজার, প্রায় দেড় ভরি স্বর্ণালংকার আর দুটি মোবাইল ফোনে নিয়ে যায় তারা।

পরিকল্পিতভাবে তাদের সাথে এই ঘটনা সংঘটিত করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘৪ বছর আগে সাড়ে চারকাঠা জমি কিনে একতলা বাড়ি করে আমার বাবা। আমার আব্বু প্রাইভেটকার চালিয়ে অনেক কষ্টে এই বাড়িটা করেছে। কিন্তু আধাকাঠা জমি আমাদের পাশের জায়গার মালিক হাবিবুল্লাহ দখল করে নেয়। এরপর বিভিন্ন সময় রাতের বেলা আমাদের নানাভাবে উৎপাত করা হতো। এ ঘটনায় আমরা মামলা করার পর থেকে তারা আমাদের ওপর ক্ষুব্ধ। এসব ঘটনা থেকে আমার মনে হচ্ছে, আমাদের পরিবারের ওপর এমন নির্যাতন পরিকল্পিতভাবেই করা হয়েছে।’

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য অভিযুক্ত হাবিবুল্লাহ হাবিব কালবেলাকে জানান, আমাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ বিষয়ে কিছুই জানি না।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে জানান, সাভারের ভাকুর্তায় একটি পরিবারের সবাইকে অচেতন করে লুট ও এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

শিবচরের বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই আহত

রাজধানীতে ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন অনুষ্ঠিত

জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল ‎

মাটি পরীক্ষার পর মিলল গ্যাসের অস্তিত্ব, এলাকায় চাঞ্চল্য

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে : খামেনি 

নতুন ব্যাটিং পরামর্শক কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কা

এনসিপি নেতার সেই মোটরসাইকেল উদ্ধার

১০

মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

১১

সুখবর পেলেন বিএনপির ১০ নেতাকর্মী

১২

ইসিতে আপিল শুনানি চলছে

১৩

নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

১৪

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে নীরবতা ভাঙল ভারতীয় বোর্ড

১৫

গ্রিনল্যান্ড ঠিক কী কারণে দরকার, জানালেন ট্রাম্প

১৬

‘বেইমান’ আখ্যা পাওয়া ১২ নেতাকে দলে ফেরাল বিএনপি

১৭

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাইয়ের মতো, দাবি আশরাফুলের

১৮

রাজধানীতে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন

১৯

থানায় পৌঁছায়নি জব্দ করা ১৬০ কেজি গাঁজা, ২ পুলিশ বরখাস্ত

২০
X