সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে মোটরচালিত সেচ পাম্পে কাজ করতে গিয়ে আবুল হোসেন (৬৫) নামক এক ব্যক্তি বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। বুধবার (২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই ব্যক্তি বাঁধনডাঙা গ্রামের মৃত বাচার ছেলে।
এদিন সকালে বাড়ি থেকে বের হয়ে তার মোটর পাম্পে কাজ করছিল। আনুমানিক দুপুর ১২টার দিকে তিনি বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
বাদ আসর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ইউপি সদস্য মো. কুরমান আলী।
মন্তব্য করুন