চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় নৌপথে ডাকাত আতঙ্ক, বাড়তি ভাড়া নিয়ে শঙ্কা

ঈদযাত্রায় নৌপথে ডাকাত আতঙ্ক, বাড়তি ভাড়া নিয়ে শঙ্কা

ঈদযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রহ্মপুত্র নৌপথে কুড়িগ্রাম ও গাইবান্ধায় বাড়িতে ফেরেন হাজারো মানুষ। সড়ক পথের দীর্ঘযাত্রা ও যানজট এড়াতে ঘরমুখো মানুষের পছন্দের তালিকায় থাকে ব্রহ্মপুত্র নৌপথ। যাত্রীদের চাপ সামলাতে ঈদে এই নৌপথে অতিরিক্ত নৌযান যুক্ত হয়।

তবে স্বাচ্ছন্দ্যের এই নৌপথে এবার চোখ রাঙাচ্ছে ডাকাত আতঙ্ক। সঙ্গে ঘাট ইজারাদারদের বাড়তি ভাড়া আদায়ের খড়্গ ঝুলছে ঘরমুখো যাত্রীদের সামনে।

আসছে ঈদে ব্রহ্মপুত্র যাত্রায় ডাকাতির আশঙ্কা করছেন ঘাট ইজারাদার, নৌকার মাঝি ও যাত্রীরা। একই আশঙ্কা খোদ নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনের। নৌপুলিশ সদস্যের ঘাটতি এবং আধুনিক নৌযানের অভাবে ব্রহ্মপুত্র নৌপথে নিরাপত্তা ঝুঁকি দূর করা সম্ভব হচ্ছে না বলে দাবি নৌ পুলিশের। ফলে অনেকটা অরক্ষিত থেকে যাচ্ছে এই নৌপথ।

এদিকে ঈদযাত্রায় সিরিয়ালের নৌকার বাইরে চলাচল করা নৌকায় বাড়তি ভাড়া আদায়ের সিদ্ধান্ত নিয়েছে নৌকা মালিক সমিতি। রৌমারী ঘাটের ৪৮টি নৌকার মালিকের সমন্বয়ে গঠিত সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীবাহী নৌকার একাধিক মাঝি ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ২১ ডিসেম্বর এবং চলতি বছরের ২৯ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র নৌপথে পরপর তিনটি নৌ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় দুই দশক পর এমন ডাকাতির ঘটনায় এবারের ঈদ যাত্রায় এই নৌপথে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। ঈদের সময় অতিরিক্ত যাত্রীর চাপে দিনে ও রাতে বাড়তি নৌকা চলাচল করবে। ঘরমুখো মানুষের সর্বস্ব লুট করতে এই সময়টাকে ‘সুযোগ’ হিসেবে নিতে পারে ডাকাত দল।

ঢাকা থেকে আসা নৌ যাত্রী সুফিয়া বেগম জানান, কিছুদিন আগে শুনছিলাম নৌকা ডাকাতি হয়েছে। সেই থেকে এ পথে আসতে ভয় হয়; কিন্তু কী আর করার এই পথে আমাদের খবচ কম হয়। আমি ফজরের পর নৌকায় উঠছি মাঝ নদীতে আইসা একটু ভয় করছিল।

নৌকার মাঝি মোসলেম বলেন, গত কয়েকদিন আগে আমার নৌকায় ডাকাতদের হামলা হইছিল। ঈদে যাত্রী বাড়ব। দিনে রাইতে অতিরিক্ত নৌকা চলব। তখন ডাকাতি হইতে পারে।’

চিলমারী নৌঘাট মাস্টার আবু বক্কর সিদ্দিক খান বলেন, ‘যেহেতু একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে তাই নিরাপত্তা আশঙ্কা আছে। তবে নদীতে নৌপুলিশের টহল আছে সমস্যা না হওয়ার কথা। তা ছাড়া এবার নৌ বন্দর থানা, চিলমারী মডেল থানা, ঢুষমারা থানা সবাই অবগত আছে ডাকাতির ঘটনা ঘটবে না বলে তিনি মনে করেন।

ঈদে বাড়তি ভাড়া আদায় প্রশ্নে ঘাট মাস্টার বলেন, এবার অতিরিক্ত কোনো ভাড়া আদায় হবে না। তবে এর বাইরে যেসব নৌকা চলবে সেগুলোয় কিছু বাড়তি ভাড়া আদায় হবে। উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বাড়তি ভাড়ার বিষয়ে কথা হয়েছে। এবার বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

ব্রহ্মপুত্র নদে একে একে তিনটি ডাকাতির ঘটনায় নিরাপত্তা আশঙ্কায় রয়েছে খোদ নৌপুলিশ। মাত্র ৮ জন সদস্য নিয়ে ব্রহ্মপুত্র যাত্রা নিরাপদ করতে হিমশিম খাচ্ছে চিলমারী নৌপুলিশ ফাঁড়ি। এ অবস্থায় ব্রহ্মপুত্রে টহল জোরদারে সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আধুনিক নৌযানের দাবি জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ (আইসি)।

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির বলেন, ‘ফাঁড়িতে মাত্র আটজন সদস্য। এই সংখ্যা যথেষ্ট নয়। ফাঁড়ি পাহাড়া দিতে অন্তত তিনজন সদস্য রাখতে হয়। নৌপুলিশের সক্ষমতা বাড়াতে সদস্য সংখ্যা বাড়ানোর সঙ্গে আধুনিক জলযান দেওয়া প্রয়োজন।

আইসি আরও বলেন, সামনে ঈদ। এই নৌপথে ঈদযাত্রায় প্রচণ্ড চাপ হয়। সড়ক পথের ধকল এড়াতে বিপুল পরিমাণ নাগরিক এই পথে ঈদযাত্রা করেন। নৌপুলিশের জনবল ও সক্ষমতা না বাড়ালে ঈদে নৌপথের নিরপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ ছাড়া জেলা পুলিশের সহায়তা প্রয়োজন পড়বে।’

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক কালবেলাকে বলেন, ঈদকে কেন্দ্র করে জেলা প্রশাসক মহোদয়ের সমন্বয়ে, পুলিশ সুপার, স্থানীয় থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নিয়ে মিটিং করা হয়েছে। নৌপুলিশের যে ম্যান পাওয়ার কম ছিল পরে আরও ১৫ জন বাড়তি পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। ঈদে ব্রহ্মপুত্রে নৌযাত্রা নিরাপদ করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাটে পুলিশের পাহারা থাকবে।

বাড়তি ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাড়তি ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বাড়তি ভাড়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল। তা ছাড়া সংশ্লিষ্ট সবাইকে বলা আছে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুটি বাঁধছেন বিজয়-কীর্তি

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

বিপিএলে অংশ নিতে আয়োজকদের যে শর্ত দিল বরিশাল

সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

রাজধানীতে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

কেন ভালো মানের বিদেশি ক্রিকেটার পায় না বিপিএল, জানালেন ফারুক

দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে রেকর্ড দামে

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের সংঘর্ষ

১০

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

১১

জুবিনের মৃত্যুরহস্য, ন্যায়বিচার চেয়ে যা বললেন গরিমা

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইসি কর্মকর্তা বরখাস্ত

১৩

তালাবদ্ধ দোকানে মিলল স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

১৪

ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি কার্যকর, বন্দিবিনিময় শুরু

১৫

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয় আগ্রাসন বাড়বে : এম এ মালিক

১৬

আজকে বিশ্ব ব্যর্থতা দিবস

১৭

ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ

১৮

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

১৯

ফিক্সিংয়ে জড়িতরা কি আগামী বিপিএল খেলবেন, যা জানা গেল

২০
X