রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি

রংপুর মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে টাঙানো হয় ব্যানার। ছবি : কালবেলা
রংপুর মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে টাঙানো হয় ব্যানার। ছবি : কালবেলা

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রংপুর মেডিকেল কলেজে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তবে ছাত্রদলের নেতাদের দাবি, ক্যাম্পাসে বিভিন্ন নামে শিবির রাজনীতি করলেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা অন্যদের রাজনীতি করতে সুযোগ দিতে চাচ্ছে না।

কলেজ সূত্রে জানা গেছে, গত বছরের ১১ আগস্ট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে পরদিন ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে কলেজ প্রশাসন।

কিন্তু ছয় মাস পর গত মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কমিটি দেওয়া হয়। কমিটিতে মো. আল মামুনকে সভাপতি ও শামছুদ্দোহা আলম সরনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

এদিকে ছাত্রদলের এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিবৃতি দেওয়া হয়েছে। এছাড়া কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের দেওয়া বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে গত বছরের ১২ আগস্ট রমেকের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার বিধান রাখা হয়। অথচ ২৬ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজে তাদের কমিটির ঘোষণা করে। কলেজ প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত অগ্রাহ্য করে কতিপয় শিক্ষার্থীর এহেন নিন্দনীয় কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।

রমেকের ৫১ ব্যাচের শিক্ষার্থী মুজতাহিদ মুমিন বলেন, রাজনীতিমুক্ত ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে এনে যারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে অঙ্কুরেই।

আরেক শিক্ষার্থী আবুল হাশেম বলেন, রমেক ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভয়ংকর রূপ দেখতে চাই না। কলেজ প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতি নিষিদ্ধ করার পরেও পেশীশক্তির জোরে ছাত্রদল ক্যাম্পাসে কমিটি দিয়েছে। কলেজ প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনে আমরা শিক্ষার্থীরা আবারও ২৪ নিয়ে আসবো তারপরেও ক্যাম্পাসে কোনো প্রকার লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেব না।

এ বিষয়ে রমেক ছাত্রদলের সদ্যঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি নাদিম মাহমুদ নিঝুম বলেন, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হলেও ছাত্রশিবির বিভিন্ন সংগঠনের ব্যানারে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে সাধারণ শিক্ষার্থী কারা। এসবের পেছনে শিবির কলকাঠি নাড়ছে। তবে কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা সাবেক অধ্যক্ষ স্বাচিপের একজন নেতা ছিলেন।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, কমিটি হওয়া আর কর্মকাণ্ড পরিচালনা করা এক নয়। ঢাকা থেকে কমিটি দিয়েছে তাতে কি যায় আসে। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করলে কমিটি নিয়ে আপত্তি থাকার কথা না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপসারণের দাবিতে সড়ক অবরোধ, ভয়ে পালালেন স্বাস্থ্য কর্মকর্তা

সিভাসুতে তিন কর্মকর্তার পদাবনতি

দেশের শত্রুরাই পিআর নির্বাচনের বিরোধিতা করতে পারে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা, দুটিতে লড়বেন ফয়জুল করীম

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

১০

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

১১

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

১২

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

১৩

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

১৪

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১৬

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৭

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

১৮

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১৯

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

২০
X