বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ পাঁচজন গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ছাত্রদল নেতাসহ অন্যরা। ছবি : কালবেলা
যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ছাত্রদল নেতাসহ অন্যরা। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (৩০ মার্চ) দুপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন (২৬), শাহা আলম (৩৬), আবু বক্কর সিদ্দিক (২৯), মোস্তাফিজুর রহমান (২৬), রতন রানা (২৫)।

জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের সমাধান করে দেওয়ার কথা বলে গত শনিবার ২৯ মার্চ ডাক্তার মোকলেছুর রহমানের কাছ থেকে ৫ লাখ টাকা চান উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন ও তার সঙ্গীরা। টাকা না পেয়ে ডাক্তারের কেয়ারটেকার ফারুক হোসেন ও দেলোয়ারের বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন প্রজাতির ফলের গাছ কাটে দেন তারা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ১নং ওর্য়াডের চন্ডিপুর (চায়না অফিস) এলাকায়। ঘটনার পর ডাক্তারের কেয়ারটেকার ফারুক হোসেন বিরামপুর থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন ও তার গংদের সঙ্গে পৌরশহরের ঘাটপাড় এলাকার অধ্যাপক ডা. মোখলেছুর রহমানের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমার বিষয় নিয়ে মনোমানিল্য চলছিল। সেই জমির বিষয়ে সমাধান করার কথা বলে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

মোখলেছুর রহমান পেশায় একজন ডাক্তার হওয়ায় তার জমি চন্ডিপুর (চায়না অফিস) এলাকার মৃত জাবেদ আলীর ছেলে ফারুক হোসেনকে (৪৩) জমিজমা দেখাশোনার জন্য কর্মচারী হিসেবে রাখেন। তিনি দীর্ঘদিন থেকে তার জমিজমা দেখাশোনা করে আসছিলেন। সেই জমিতে ফারুক হোসেন একটি দোকান ঘর নির্মাণ করেন। জমিতে এ মৌসুমে কুল বরই এবং কমলার চারাসহ বিভিন্ন প্রজাতির ফল গাছ লাগিয়ে তিনি পরিচর্যা করে আসছিলেন। জমি দেখাশোনার কাজ করায় তারা সময়-সুযোগ মতো ফারুক হোসেনের বাড়িঘর ভাঙচুর করে। বাড়িঘর উচ্ছেদ করে জমি দখল করবে বলে প্রায় সময় হুমকি-ধমকি দিত ওই ছাত্রদল সভাপতি।

গত রোববার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ারসহ অজ্ঞাত নামা ২০-২৫ জন পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোঁঠা, রামদা, লোহার রড, শাবল, ধারালো চাকু, ছুরি, দা, বেকী, কোদাল ও কুঠার ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দল বেধে বাগানে ঢুকে পরে। বাগানে ঢুকে বাগানে থাকা ১৫৭টি বরই গাছ, ৮৪টি কমলা গাছ ও ২৩টি আমের গাছের গোঁড়া কেঁটে দেয়। যা আনুমানিক ১৬ লাখ ৮০ হাজার ৫৬০ টাকা মূল্যের ক্ষতি সাধন করে।

এসময় তাদের গাছ কাটতে নিষেধ করলে তারা কর্মচারী ফারুক হোসেনের ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে ছাত্রদল সভাপতি সানোয়ার হোসেন হুকুম দেন, শ্যালাদের শেষ করে দাও, হুকুম করার সঙ্গে সঙ্গে তারা কর্মচারি ফারুকের ওপর আক্রমন করে। প্রাণভয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। তখন ছাত্রদল সভাপতি আবারও হুকুম করে, শ্যালাদের ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে তারা সবাই ফারুকের পেছনে ধাওয়া করে। তারা ধাওয়া করে বসত বাড়িতে অনধিকারভাবে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে তারা তাদের এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। মারধরে শরীরের বিভিন্নস্থানে জখম করে।

ছাত্রদল সভাপতি সানোয়ার হোসেনের হাতে থাকা লোহার শাবল দিয়ে হত্যার উদ্দেশে ফারুক হোসেনের মামাতো ভাই দেলোয়ার হোসেনকে ডান হাতের কনুইয়ের নিচে ডাং মেরে গুরুত্বর জখম করে। দেলোয়ার মাটিতে পরে গেলে তার সঙ্গে থাকা মো. আবু বক্কর ছিদ্দিক লোহার রড দিয়ে বাম হাতের কনুইয়ের নিচে আবারও ডাং মেরে গুরুতর জখম করে।

একপর্যায়ে, ফারুক হোসেনের বিদ্যুতের মিটারসহ বাড়িঘর ভাঙচুর করে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং বক্সের ভেতরে রাখা ব্যবসার নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে যায়।

এসময় ফারুক হোসেন ৯৯৯ -এ কল করলে বিরামপুর থানা পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় দৌড় দিয়ে পালাতে গিয়ে তারা আঘাত প্রাপ্ত হন। ওই সময় উত্তেজিত জনতা তাদের আটকিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে নিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক কালবেলাকে বলেন, ফারুক হোসেনের দায়ের করা মামলায় মো. সানোয়ার হোসেনসহ ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

নিখোঁজের ৭ দিন পর আদিবার হাত বাঁধা লাশ উদ্ধার 

‘খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যানসার ঠেকানো কঠিন’

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের উদ্যোগ

শ্রেষ্ঠত্বের অগ্রযাত্রা, ডিবিএল সিরামিকসের সেরা ডিলারদের অনুপ্রেরণার গল্প

পাকিস্তান-আফগানিস্তান দ্বন্দ্বে যার পাশে থাকছে ভারত

আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে জাগপা ও আপ বাংলাদেশ

১০

গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার

১১

ঐকমত্যে ব‍্যর্থ হলে ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি

১২

মাত্র ১৫ বছর বয়সেই নিজের প্রথম ল্যাম্বরগিনি পেলেন রোনালদোর ছেলে

১৩

জকসুর নির্বাচনী আচরণবিধি তৈরিতে কাজ করছে ইসি

১৪

 দেশেই আছেন ডন-সামিরা 

১৫

স্নাতকের শেষ দিনে দুঃস্থদের খাবার বিতরণ জবি শিক্ষার্থীদের

১৬

মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

১৭

নবগঙ্গা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 

১৮

অস্ত্রের লাইসেন্স নবায়নে গিয়ে গ্রেপ্তার গণজাগরণ মঞ্চের নেতা

১৯

পাপ ও প্রতিশোধের এক ভয়ংকর গল্প আসছে স্টার সিনেপ্লেক্সের পর্দায়

২০
X