রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর। ছবি : কালবেলা
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর। ছবি : কালবেলা

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের দিন মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রংপুর নগরী। পাড়া-মহল্লায় বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় মানবতাবিরোধী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানানো হয়।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে রংপুর নগরীর টাউন হলের গেটের সামনে এই বিক্ষোভ শুরু হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে সেখান থেকে মিছিল বের করে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। নগরীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এই মিছিলে যোগ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ মানবতাবিরোধী অপরাধের অন্যতম সমর্থনকারী যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নীরবতায় গণহত্যায় উৎসাহী হয়েছে ইসরায়েল দাবি তাদের। এছাড়া আরব শাসক ও মুসলিম দেশের নেতারা চুপ থাকায় ফিলিস্তিনি শিশু ও নারী-পুরুষদের হত্যা করে কেয়ামত চাপিয়ে দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পণ্য বয়কটেরও ডাক দেন তারা।

মোতাওয়াক্বিল বিল্লাহ নামে এক বিক্ষোভকারী বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে জাতিসংঘসহ সবাই নিশ্চুপ। ইসরায়েলকে এখনই থামানো না গেলে কাল আফ্রিকা অথবা এশিয়ার কোনো দেশকে টার্গেট করবে। এখনই খুনি ও দখলদার ইসরায়েল রাষ্ট্রের বিষদাঁত ভেঙে দিতে হবে।

সামিয়া নামে এক শিক্ষার্থী বলেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারব না। তাই ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতে হবে। খুনি ইসরায়েলী প্রধানমন্ত্রী ও তার সমর্থকদের বিচারের দাবিতে সারা দুনিয়ায় একযোগে আন্দোলন করতে হবে।

এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসক, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১০

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১২

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৩

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৪

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৫

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৬

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৭

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৮

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৯

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

২০
X