বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে থেকেও ছিনতাই মামলার আসামি দুই ভাই

রাজিব (বামে) ও রেজাউল (ডানে)। ছবি : সংগৃহীত
রাজিব (বামে) ও রেজাউল (ডানে)। ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকেও বরিশাল থানায় দায়ের হওয়া ছিনতাই মামলার আসামি হয়েছেন আপন দুই ভাই। তারা হলেন- রেজাউল করিম ও রাজিবুল ইসলাম। গত ২৭ মার্চ নগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ মামলাটি করেছেন মাহামুদা বেগম নামে এক নারী।

এর আগে একই দিন (২৭ মার্চ) দুপুরে নগরীর সোনা মিয়ার পোল এলাকায় গাড়ি পার্কিং নিয়ে মোটরসাইকেলচালক আমিনুল মৃধা ও অটোরিকশাচালক ইমন হাওলাদারের তর্কবিতর্কের ঘটনা ঘটে। সে ঘটনায় নগরীর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের আবুল বাশারের স্ত্রী অটোরিকশা মালিক মাহামুদা বেগম ওই দিনই থানায় একটি মামলা করেন।

মামলায় মোটরসাইকেলচালক আমিনুল ও তার চার ভাইকে আসামি করা হয়। এদের মধ্যে দুজন আসামি বিদেশে, দুজন নগরীতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ছিল বলে দাবি প্রধান আসামি আমিনুলের।

আসামিদের কেউ নিরাপরাধ হলে তদন্ত শেষে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার।

এদিকে বিদেশে থাকা দুই ভাইকে মামলা থেকে বাঁচাতে প্রধান আসামি আমিনুলের কাছে বাদী ১০ লাখ টাকা চেয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার নথিতে মোবাইল নম্বর ভুল দেওয়ার কারণে বাদীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয় মোটরসাইকেলচালক আমিনুল ও অটোচালক ইমনের মধ্যে। তখন অটোচালক ইমনের স্ত্রী শিরিনও তর্কে জড়িয়ে পড়েন।

মামলায় উল্লেখ করা হয়েছে, চালক ইমন তার অটোরিকশায় যাত্রী নিয়ে সোনা মিয়ার পোল অতিক্রমকালে প্রধান আসামি আমিনুল তার গতিরোধ করেন। এরপর সব আসামি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করলে অটোচালক ইমন তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেন। এ সময় আসামিরা ইমনকে লাঠিসোঁটা নিয়ে মারধর করে। তখন অটোচালক ইমনকে রক্ষায় স্ত্রী শিরিন আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় একটি অটোরিকশা ভাঙচুর করায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলার প্রধান আসামি আমিনুল মৃধা বলেন, মিথ্যা মামলায় বিদেশে থাকা আমার দুই ভাই রেজাউল করিম ও রাজিবুল ইসলামকে আসামি করা হয়েছে। এ ছাড়া আমার আরও দুই ভাই হুমায়ন মৃধা ও নজরুল মৃধা ঘটনার সময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকলেও তাদের আসামি করা হয়েছে। বিদেশে থাকা দুই ভাইকে রক্ষায় বাদী ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, মামলা যে কোনো নাগরিকের বিরুদ্ধেই দায়ের হতে পারে। মামলার তদন্ত শেষে নিরাপরাধ ব্যক্তিদের আইনানুযায়ী অব্যাহতি দেওয়া হবে। চাঁদা চাওয়ার অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১০

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১১

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১২

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৩

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৪

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৫

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৬

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৭

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৮

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৯

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

২০
X