চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বাঁশবাড়ীয়া হাই স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এস এম আল মামুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এস এম আল মামুন বলেন, বিএনপি এখন জনসমর্থন শূন্য! তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্নে বিভোর! কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাটিতে অবৈধ কোন কিছু করতে দেওয়া হবে না।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে রুখে দিয়ে বিজয় নিশ্চিত করবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজী,৭ নং কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদ চৌধুরী, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির আহমেদ, ১০ নং সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ সালাউদ্দিন আজিজ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আব্দুস সালাম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক নাছিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো সোহেল প্রমুখ।
মন্তব্য করুন