ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলের আলোতে সেবা দিচ্ছেন নার্স, রোগীদের ভোগান্তি

ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সরকারি হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৩টার দিকে দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না হাসপাতালটিতে।

ভিডিওটিতে দেখা গেছে, হাসপাতালের নারী, পুরুষ ও শিশু ওয়ার্ডসহ ভবনটির বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নেই। তবে হাসপাতালে জরুরি বিভাগে কেউ না থাকলেও একটি বৈদ্যুতিক বাতি জ্বলছিল। অপরদিকে নার্সদের কক্ষেও একটি বাতি জ্বলতে দেখা গেছে।

ভিডিওটি করেছেন গুঠাইল এলাকার বাসিন্দা সাব্বির হোসেন সালমান। তার বোনের পেটে ব্যথা নিয়ে রাত ৩টার দিকে হাসপাতালে যান তিনি। পরে তার বোনকে ভর্তি করে বেডে দিলে এমন চিত্র দেখেন তিনি।

সাব্বির হোসেন সালমান কালবেলাকে বলেন, ইমার্জেন্সিতে কোনো ডাক্তার বা নার্স ছিল না। ইমার্জেন্সি ও নার্সদের রুমে আলো ছিল। আমারসহ বাকি রোগীদের স্বজনদের মোবাইলের আলো জ্বালিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যুৎ যাওয়ার এক ঘণ্টা পর আবার এলেও এরই মধ্যে অনেক কষ্ট হয়েছে রোগীদের। এছাড়া রোগীদের স্বজনরা ও আমরা মিলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে কাউকে পাওয়া যায়নি। উল্টো নার্সদের সঙ্গে কথা বলতে গেলে তারা ধমক দেন।

তিনি আরও বলেন, যেখানে রোগীদের জন্য হাসপাতালে সব সময় বিদ্যুৎ থাকার কথা সেখানে লোডশেডিং হলে জেনারেটরের ব্যবস্থা থাকার কথা। এখানে তাও নেই। এটা তো দূরের কথা চিকিৎসকদেরও ঠিকমতো পাওয়া যায় না। রোগীদের সঙ্গে কথা বললে তারা জানান প্রায় সময় বিদ্যুতের এমন সমস্যা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের কালবেলাকে বলেন, ‘আমাদের হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা আছে, তবে এত রাতে বিদ্যুৎ চলে গেলে কে আসবে হাসপাতালে। জেনারেটর অপারেটর নেই, আর যিনি চালান তিনি ঈদের ছুটিতে ছিলেন। এত রাতে তাকে কি ফোন দেওয়া যায়। এ বিষয়ে কেউ আমাদের অভিযোগ দেয়নি। দিলে দেখা যাবে।’

বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

রাজধানীতে আজ কোথায় কী

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

এসিআই মোটরসে চাকরির সুযোগ

১২

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

১৩

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

১৪

‘প্রমাণ ছাড়া যে কোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

১৫

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

১৬

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

১৭

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

১৮

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১৯

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

২০
X