বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত কর্মীকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে পালাল খুনি

নিহতের পরিবারের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের পরিবারের আহাজারি। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে মোবাইলে ডেকে নিয়ে জামায়াতের এক কর্মীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে নিহতের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে নিহত ওই জামায়াত কর্মীর সন্ধান পান নিহতের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী (বস্তিপাড়া) গ্রামে।

নিহত কাবিল উদ্দিন (৩৯) গোসাইবাড়ী (বস্তিপাড়া) গ্রামের শাজাহান আলীর ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। পাশাপাশি জামায়াতে ইসলামীর স্থানীয় ওয়ার্ডের একজন কর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৭ এপ্রিল) বিকেলে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ নামক স্থানে অনুষ্ঠিত গ্রামীণ মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। তবে ওই রাত ১০টা পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে কথা হয়। এ সময় প্রতিবেশী সজিব নামের এক যুবক তাকে দেখা করার জন্য মোবাইলে ডাকেন। তার সঙ্গে দেখা করেই বাড়ি ফিরবেন বলে স্ত্রীকে জানান। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি।

নিহতের স্ত্রী শাপলা খাতুন বলেন, মঙ্গলবার সকাল থেকেই তার স্বামীকে স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সন্ধান পান। এরপর জানতে পারেন, ঘটনার রাত তিনটার দিকে প্রতিবেশী সজিব (সম্পর্কে দেবর) তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসে। তবে মারা যাওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে যায় সে। এতেই প্রমাণিত হয় সজিব ও তার সহযোগীরা স্বামী কাবিলকে হত্যা করেছে- বলে অভিযোগ করেন তিনি। কিন্তু কেন তাকে খুন করা হয়েছে- সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম বাবলু বলেন, সম্ভবত অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন কাবিল উদ্দিন। আর এই কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কাবিল উদ্দিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহতের লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। তবে নিহতের মোটরসাইকেলসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রশি ও লোহার রড উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। অতি অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে। পাশাপাশি ঘাতকদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১০

পুকুরে মিলল রুপালি ইলিশ

১১

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

১২

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

১৩

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

১৪

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

১৫

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

১৬

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

১৭

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

১৮

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

১৯

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

২০
X