নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এমপিকে অপহরণ, ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধ স্ত্রীর মামলা

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। ছবি : সংগৃহীত
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীককে অপহরণের অভিযোগে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী রওশন হোসেন।

বুধবার (২৩ আগস্ট) থানায় ৯ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন তিনি।

মামলার বিবাদীগণ হলেন, নাদীয়া আক্তার (২৬), পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহামেদ তাইফ (২০), উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন হাসিব (২৮), উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম (8২), সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জল (৪৭), যুবলীগ নেতা নাদেরুজামান স্বপন (৪২), রতন পাল (৩২), শাহ্ আলীম (৩০) ও এমপির গাড়ি চালক শফিকুল ইসলাম (8৫)।

মামলার বিবরণে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি রাতে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেনের বাড়ি কাজলা হতে আসামিরা তাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে ওই সংসদ সদস্যের বাসভবনে না নিয়ে অন্যত্র আটকে রাখে। আসামিরা একে অপরের যোগসাজশে বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেনের স্ত্রীকে জানায়, তিনি বিদেশ চলে গেছেন। কিন্তু সংসদ সদস্যের স্ত্রী তাদের কথা বিশ্বাস না করে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। পরবর্তীতে আসামির সংসদ সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে জাল তালাকনামার ফটোকপি বাদিনীর কাছে পাঠায়। সংসদ সদস্য ও তার পরিবারকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আসামিরা জাল কাবিননামা ডাকযোগে বিভিন্ন অফিসে পাঠায়।

বিভিন্নভাবে খোঁজাখুঁজির একপর্যায়ে ২৭ মার্চ বিকেলে বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেনকে ধানমন্ডির এক বাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সংসদ সদস্য ও সাক্ষীদের মাধ্যমে জানা যায়, আসামিরা আটক অবস্থায় সংসদ সদস্যের ব্যক্তিগত ফোনের মাধ্যমে চাকরি দিবে বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে দুই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ছাড়া এজাহারে প্রকাশ ২৮ মার্চ এমপিকে চিকিৎসার জন্য মালয়েশিয়া নিয়ে গিয়ে সুস্থ করে ১১ আগস্ট দেশে এসে মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে মামলার বিবাদী নাদীয়া আক্তার বলেন, ঘটনার এতদিন পর একজন সংসদ সদস্যকে অপহরণ করার অভিযোগ দায়ের হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আর যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের পদধারী নেতা ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন হাসিব বলেন, এজাহারে যে সময়টুকু উল্লেখ করা হয়েছে সেই সময়ে তিনি উপজেলার বিভিন্ন প্রোগ্রামে এটেন্ড করেছেন এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। এমপি স্যারের অপহরণ সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ঘটনা। এমপি স্যারকে রাজনৈতিকভাবে হেয় করা জন্য ঘৃণ্য এই মিথ্যা মামলাটি করা হয়েছে।

পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা তদন্তাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নখকুনি কেন হয়? ঘরোয়া উপায়ে সারাবেন যেভাবে

১৮ জেলায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

আপনার মোবাইল দিয়েই করুন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোটি

লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ

গাজাগামী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

১০

সাবের হোসেনের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করেন ৩ রাষ্ট্রদূত

১১

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

১২

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

১৩

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

১৪

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

১৫

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

১৬

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

১৭

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

১৮

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

১৯

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

২০
X