শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত, ২ যুবকের কারাদণ্ড

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ এপ্রিল) আসামিদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের নগর গ্রামের কালু ঢালীর ছেলে জুয়েল ঢালী (২৫) এবং আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২)

জানা গেছে, জুয়েল ঢালী এবং সিয়াম মেলকার (২২) একই গ্রামের এসএসসি পরীক্ষার্থীকে নিয়মিত উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরীক্ষার উদ্দেশ্যে যাওয়ার পথে ফতেজঙ্গপুর এলাকায় অভিযুক্তরা পাপড়ির অটোরিকশা থামানোর চেষ্টা করে। চালক গাড়ি না থামালে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর বাবা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। পরে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। শুক্রবার (১৮ এপ্রিল) তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

পরে ভ্রাম্যমাণ আদালত মামলা গ্রহণ করে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ পড়ে শোনান এবং অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে দুই সাক্ষীর উপস্থিতিতে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়। পরে উভয় আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা কালবেলাকে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে মামলা নিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন পদে জেলা পরিষদে চাকরির সুযোগ

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা

কামাল হোসেনের আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার ঋণ জাতি কখনও শোধ করতে পারবে না : কবীর আহমেদ 

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : বিজন সরকার

১০

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

১১

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

১২

আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল 

১৩

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

১৪

মনোনয়ন বাতিল, ক্ষোভে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর 

১৫

দুই দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

১৭

শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৮

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

১৯

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

২০
X