ভোলা সদর উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে শাহজাহান মিয়া নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে সিরাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আনন্দ পাট-৩ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাজাহান মিয়া পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আনন্দ পাট-৩ গ্রামে সুলতান চকিদারের ছেলে।
নিহত শাহজাহানের পরিবারের অভিযোগ, সিরাজের কাছ থেকে চার লাখ টাকা ধার নেয় শাহজাহান। এর মধ্যে এক লাখ টাকা ফেরত দেওয়া হয়। বাকি টাকা কোরবানি ইদের পর ফেরত দেওয়ার কথা। তবে টাকা ফেরত দেওয়ার সময় শেষ না হওয়ার শাহজাহানের বেশ কয়েকটি দোকানে তালা দেয় পাওনাদার সিরাজ। খবর শুনে শাহজাহান ও তার পরিবারের লোকজন ছুটে আসলে সেখানে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। শাহজাহানকে কিল-ঘুষি মারলে সেখানেই অসুস্থ হন তিনি। পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র শীল বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মৃত শাহজাহান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। ওই ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে অভিযোগ করলে এটি মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন